ব্যাটিং ব্যর্থতার পর চেন্নাইয়ের সংগ্রহ ১৬৫

আইপিএলে এবারের সপ্তদশ আসরে চার–ছক্কার মারদাঙ্গা আয়োজনের দেখা মিলছে। বেশিরভাগ ম্যাচের গণ্ডিই পেরিয়েছে ১৭০–৮০ এর অঙ্ক। কেবল একটি ম্যাচ ১৩০ এবং দুই ম্যাচ ১৬০–এর গণ্ডিতে আটকে ছিল। তেমনই আরেক ম্যাচ উপহার দিয়েছে চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা। বলার মতো কেবল ঝোড়ো ব্যাটিং করতে পেরেছেন শিভাম দুবে ও রবীন্দ্র জাদেজা। ফলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নির্ধারিত ওভারে চেন্নাই ৫ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করেছে।
হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে আজ (শুক্রবার) একাদশে তিন পরিবর্তন নিয়ে নেমেছিল চেন্নােই। এই ম্যাচটিতে মুস্তাফিজুর রহমানের না থাকার কথা আগেই জানা গিয়েছিল, তবে চোটের অস্বস্তির কারণে নতুন করে একাদশ থেকে ছিটকে গেছেন আরেক পেসার মাথিশা পাথিরানা। যা চেন্নাইয়ের জন্য বেশ বড় ধাক্কাই বটে। কারণ দুজনেই যে ডেথ ওভারে দলটির বড় ভরসা। তাই আজ বোলিং বিভাগের দায়িত্ব সামলাতে হবে আগে থেকে একাদশে থাকা দীপক চাহার, রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপান্ডের সঙ্গে নতুন করে আসা মঈন আলি ও মহেশ থিকশানাদের।

টস জিতে এদিন চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠান হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। চতুর্থ ওভারে ভুবনেশ্বর কুমার তুলে নেন ওপেনার রাচিন রবীন্দ্রের উইকেট। তিনি ৯ বলে ১২ রান করেন। ২৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় চেন্নাই। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও। তিনি ২১ বলে ২৬ রান করে আউট হয়ে যান। দুই ওপেনারকে হারানোর পর একপ্রান্ত ধরে রেখেছিলেন অজিঙ্কা রাহানে। অপরদিকে বড় শট খেলতে শুরু করেন শিভাম দুবে।
চার নম্বরে ব্যাটিংয়ে নামা তরুণ এই ব্যাটসম্যান চলতি আসরে চেন্নাইয়ের আস্থার নাম। যা তিনি আজও প্রমাণ দিয়েছেন। সেই ঝড় অবশ্য আরও বড় হয়ে ওঠার আগে থামিয়েছেন কামিন্স। তার মন্থর বাউন্সার বুঝে উঠতে পারেননি দুবে। অর্ধশতক থেকে ৫ রান দূরে থাকতেই ক্যাচ তুলে দেন ভুবনেশ্বর কুমারের হাতে। ২৪ বলে ২টি চার ও ৪টি ছক্কায় তিনি ৪৫ রান করেন। অনেকক্ষণ ক্রিজে থাকলেও নিষ্প্রভ ছিলেন রাহানে। ৩০ বলে তিনি ফেরেন ৩৫ রানে।

শেষদিকে জাদেজার ব্যাটে কিছুটা আশা পায় চেন্নাই। তবে তাকে ভালো সঙ্গ দিতে পারেননি ড্যারিল মিচেল। জাদেজা ৩১ (২৩ বল) এবং মিচেল করেন ১৩ রান (১১ বল) করেন। ফলে নির্ধারিত ওভারে মাঝারি পুঁজি ১৬৫ তে থামে চেন্নাই।
হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর, টি নাতারাজন, কামিন্স, শাহবাজ আহমেদ ও জয়দেব উনাদকাট।
এএইচএস