প্রতিটি খেলোয়াড় নিরাপদে বাড়ি পৌঁছানোর আগে শেষ হবে না আইপিএল

‘মৃত্যুপুরী’ ভারতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সাম্প্রতিক সময়ে এ নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। এর মধ্যে হাজির হয়েছে নতুন উদ্বেগ; আইপিএল শেষে কীভাবে দেশে ফিরবেন ক্রিকেটাররা। ইতোমধ্যেই ভারতের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করেছে অস্ট্রেলিয়া।
এরপর থেকে আইপিএলে থাকা দেশটির ৩০ জন ক্রিকেটার, ধারাভাষ্যকার ও কোচের বাড়ি ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। উদ্বেগ আছে অন্যান্য দেশের ক্রিকেটারদের মধ্যেও। তবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এক চিঠিতে নিশ্চয়তা দিয়েছে ক্রিকেটারদের বাড়ি ফেরানোর।
বিসিসিআইয়ের সিওও হেমাগ আমিনের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, সব ক্রিকেটারদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত শেষ হবে না তাদের আইপিএল, ‘আপনাদের আশ্বস্ত করছি, যতক্ষণ না পর্যন্ত প্রত্যেক ক্রিকেটার ভালোভাবে বাড়িতে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত বিসিসিআইয়ের জন্য এই টুর্নামেন্ট শেষ হবে না।’
তিনি আরও লিখেছেন, ‘আমরা বুঝতে পারছি আপনাদের অনেকেই টুর্নামেন্ট শেষে বাড়ি ফিরে যাওয়া নিয়ে চিন্তিত। আমরা আপনাদের জানাতে চাই এই ব্যাপারে চিন্তার কিছু নেই। বিসিসিআই নির্বিঘ্নে আপনাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সবকিছু করবে। আমরা বিষয়টি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছি। এবং টুর্নামেন্ট শেষে কীভাবে আপনাদের বাড়ি ফেরানো যায় এই বিষয়ে সরকারের সঙ্গে কাজ করছি।’
ভারতে প্রতিদিনই করোনা আক্রান্ত হচ্ছেন তিন লাখের বেশি মানুষ। মারা যাচ্ছেন কয়েক হাজার। এছাড়া দেশজুড়ে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন ও আইসিইউ সংকট। এমন সময়েও আইপিএল চালানোয় অনেকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিসিসিআইকে।
এ নিয়ে বিসিসিআইয়ের সিওও বলেন, ‘যদি এক মিনিটের জন্যও আপনারা (ক্রিকেটাররা) কারো মুখে হাসি ফোটাতে পারেন, তাহলে আপনারা ভালো কিছু করছেন। যখন আপনারা পেশাদার, এবং জয়ের জন্য খেলেন। এবার আপনারা আরও গুরুত্বপূর্ণ কিছুর জন্য খেলছেন।’
এমএইচ/এটি