বাফুফেতে অসন্তোষ স্টাফদের সালাউদ্দিনকে চিঠি

বাফুফের নির্বাহী কমিটি নীতি-নির্ধারণী ও পরিকল্পনা প্রণয়ন করেন। নির্বাহী কমিটির কর্মকর্তাদের নীতি, সিদ্ধান্ত বাস্তবায়ন করেন বেতনভুক্ত স্টাফরা। তৃণমূল পর্যায়ে ফুটবল পরিচালনা থেকে শুরু করে সরকার, ফিফা-এএফসির সঙ্গে ফেডারেশনের পক্ষে যোগাযোগ আদান-প্রদান করেন স্টাফরাই। সেই স্টাফদের বড় অংশ (৪২ জন) এমপ্লয়িং গ্রেডিং, এইচআর পলিসি, বেতন কাঠামো প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে চিঠি দিয়েছেন। সেই চিঠির অনুলিপি দেয়া হয়েছে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, চার সহ-সভাপতি ও সাধারণ সম্পাদককে।
বাফুফের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সাধারণ সম্পাদক। বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার 'সোহাগ কান্ডের' আগে ছিলেন প্রটোকল ম্যানেজার। প্রটোকল ম্যানেজার থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরপর সাধারণ সম্পাদক হয়েছেন। ছয় মাসের ব্যবধানে নতুন সাধারণ সম্পাদকের বেতন বেড়েছে প্রায় পাঁচগুণ। সাধারণ সম্পাদকের স্বল্প সময়ের ব্যবধানে আকাশচুম্বি বেতনের পাশাপাশি গত কয়েক মাসে বাফুফেতে উচ্চ বেতনে বেশ কয়েকটি নিয়োগ হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের বেতন পুরনো অভিজ্ঞদের চেয়ে বেশি। যদিও তাদের কর্মঅভিজ্ঞতা, যোগ্যতা পুরনোদের চেয়ে বেশি নয় এরপরও পদে এবং বেতনে উপরে। এগুলো ফেডারেশনের বেশ বড় সংখ্যক স্টাফের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি করে। নতুন নিয়োগপ্রাপ্তরা আবার আলাদা কোরামে চলাফেরা করছেন। বাফুফে প্রশাসনে নতুন-পুরাতন অলিখিত বিভেদ অনেকটাই স্পষ্ট।
বাফুফে ফিফার অধিভুক্ত সংস্থা হলেও এখানে এইচআর পলিসি ও স্টাফদের সুনির্দিষ্ট বেতন কাঠামো নেই। এই সংক্রান্ত খসড়া নীতিমালা ৩ মে নির্বাহী সভায় অনুমোদন হওয়ার কথা ছিল। সভায় উথাপিত হলেও পরবর্তী সভার জন্য প্রেরণ করা হয়েছে। বেশ কয়েক মাস নীতিমালা অনুমোদনের অপেক্ষায় থাকা স্টাফদের ধৈর্য্যরে বাধ ভেঙেছে। তাই সভাপতি বরাবর চিঠি দিতে বাধ্য হয়েছেন।
৪২ জন স্টাফের স্বাক্ষরিত চিঠির অনুলিপি পেয়েছেন অন্যতম দুই সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহী। সভাপতির ঘনিষ্ঠভাজন সহ-সভাপতি মানিক এই সংক্রান্ত বিষয়ে মন্তব্য করেননি। তবে আরেক সহ-সভাপতি মহী বলেন, 'তাদের চিঠিতে যৌক্তিকতা রয়েছে। তবে এটা সিদ্ধান্ত নিতে হলে সভার মাধ্যমেই নিতে হবে।’ সহ-সভাপতিরা আজ দুপুরের পর অনুলিপি চিঠি পেলেও সভাপতির চিঠি গতকাল বিকেলে সাধারণ সম্পাদকের হাতে দিয়েছেন স্টাফরা। বাফুফে সভাপতি,সাধারণ সম্পাদক আজ থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। আগামীকাল সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিকও থাইল্যান্ড রওনা হবেন এএফসি কংগ্রেসে যোগদানের জন্য। এএফসি কংগ্রেসের পর ফিফা কংগ্রেস। থাইল্যান্ডে যোগ দেবেন আরেক সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ এএফসি’র কাউন্সিল সদস্য তিনি আগেভাগেই থাইল্যান্ড পৌঁছেছেন।
ফুটবল ফেডারেশনের মূল অংশীদার ফুটবলার, রেফারি, ক্লাব। জামাল ভূইয়াদের বোনাস-সাবিনাদের বেতন প্রদানে বিলম্ব, রেফারির সম্মানী ক্লাবের অংশগ্রহণ ফি-প্রাইজমানি বকেয়া থাকলেও স্টাফরা ঠিকই বেতন পকেটে ভরছেন নিয়মিতভাবে। মাথাভারী প্রশাসন নিয়ে ফেডারেশনের নির্বাহী কমিটির একাংশের বিরুপ ভাবনা থাকলেও শীর্ষ নীতি-নির্ধারকরা আবার এই স্টাফদের উপরই মূলত নির্ভরশীল। অন্য দিকে ফেডারেশনে একাংশ স্টাফরা বিস্মিত আর্থিক সংকটের অজুহাতে পুরনোদের বেতন বৃদ্ধি না করে নতুন স্টাফ নিয়োগ চলছে।
সোহাগ কান্ডের কিছুদিন পর বাফুফেতে অবসান হয়েছে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবু হোসেনের অধ্যায়ও। সভাপতি কাজী সালাউদ্দিনের আস্থাভাজন একজনই নতুন প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। বয়স ও অভিজ্ঞতায় খুব বেশি না হলেও বেশ উচ্চ বেতনেই ফেডারেশনে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সাধারণ সম্পাদক প্রধান নির্বাহী হলেও অনেকের মতে, প্রশাসনের চাবিকাঠি নতুন প্রধান অর্থ কর্তার কাছেই। ফেডারেশন সূত্রের খবর, সব সময় আর্থিক সংকটের বুলি আওড়ানো অর্থ কর্মকর্তা সর্বশেষ ফিন্যান্স কমিটির সভায় নিজের বেতন ২০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছিলেন। যদিও এটি নাকচ হয়েছে।
এজেড/এইচজেএস