কলকাতা মোহামেডান ভুল করেনি, প্রমাণ করবেন জামাল

অনেক দিন ধরেই দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা জামাল ভূঁইয়া। ডেনমার্ক থেকে এসে জয় করেছেন দেশের কোটি ভক্তের হৃদয়। পরেছেন জাতীয় দলের অধিনায়কেত্বের আর্মব্যান্ড। তার জন্য এবারের চ্যালেঞ্জটা আরও বড়।
প্রতিবেশী দেশ ভারতের ক্লাব কলকাতা মোহামেডানে হয়ে খেলবেন আই লিগে। বর্তমানে ভারতেই আছেন জামাল। শুক্রবার অল ইন্ডিয়া ফুটবল ফেডাশেনের সঙ্গে আলাপচারিতায় জামাল জানিয়েছেন কলকাতা মোহামেডান যে তাকে দলে টেনে ভুল করেনি, সেটি প্রমাণ করতে চান আই লিগে।
তিনি বলেন, ‘কলকাতা মোহামেডান আমাকে নিয়ে কোনও ভুল করেনি, সেটা আই লিগে খেলে প্রমাণ করতে হবে। কলকাতার সঙ্গে ঢাকার বড় পার্থক্য নেই। খাদ্য, ভাষাসহ সবকিছুই প্রায় এক। মোহামেডানের শিরোপার জন্য লড়ব; সবার মতো আমার প্রত্যাশাও অনেক।’
আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে আই লিগের এবারের আসর। ভারতের অন্যতম শীর্ষ এই ফুটবল আসর হয় বেশ প্রতিদ্বন্দীতাপূর্ণ। তবে চাপে পড়া নিয়ে ভয় পাচ্ছেন না জামাল। বরং চাপকে নিজের জন্য অনুপ্রেরণার বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
তিনি বলেন, ‘একজন ফুটবলার হিসেবে আপনাকে নানা রকম চাপের সম্মুখীন হতে হবে। এই ধরণের চাপ আমার জন্য অনুপ্রেরণার। যদি চাপ না থাকে তাহলে তো কোন মজাও থাকে না। আমি চ্যালেঞ্জ নিতে চাই।’
খেলতে আসার আগে অনেকেই তাকে ভারতে আসার পরামর্শ দিয়েছিলেন বলে জানান জামাল, ‘এখানে আসার আগে অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের ভারতে কাজ করার অভিজ্ঞতা আছে। তাকে জিজ্ঞেস করেছিলাম ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে। তিনিও বলেছিলেন-আমি হলে খেলতে যেতাম।’
এমএইচ