৭ ম্যাচে ৫ হার, তবু ঘুরে দাঁড়ানোর আশায় সাকিবহীন কলকাতা

প্রথম তিন ম্যাচে ছিলেন একাদশে। এরপর থেকেই যেন কলকাতা নাইট রাইডার্সে ব্রাত্য সাকিব আল হাসান। তবে তাকে ছাড়াও যে দল ভালো করছে, ব্যাপারটা মোটেও তেমন নয়। সর্বশেষ দিল্লির কাছেই তো উড়ে গেছে ৭ উইকেটের ব্যবধানে। যা চলতি মৌসুমে তাদের পঞ্চম হার। এরপরও অবশ্য আশা ছাড়ছেন না অধিনায়ক অইন মরগান। তবে সে আশাকে টিকিয়ে রাখতে সিনিয়রদের আরও দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন কলকাতা অধিনায়ক।
টসে হারা কলকাতা শুরু থেকেই এগিয়েছে দেখেশুনে। এ বাড়তি সাবধানী অ্যাপ্রোচের কারণে প্রথম দশ ওভারে উঠেছে কেবল ৬৯ রান। এরপর যখনই রানের গতি বাড়াতে গেছে দলটা, ধ্বস নেমে গেছে ইনিংসে। মাত্র ১৩ রানের বিনিময়ে হারায় ৪ উইকেট। সাকিব যার কাছে জায়গা খুইয়েছেন, সেই সুনীল নারাইনও ফিরেছেন শূন্য রানেই।
তবে ইনিংসের শেষ দিকে আন্দ্রে রাসেলের ঝড় ছিল বলে লড়াকু পুঁজি পায় কলকাতা। তার ২৭ বলে ৪৫ রানের ইনিংসে চড়েই দিল্লিকে ১৫৫ রানের লক্ষ্য দেয় দলটি। তবে এরপরের গল্পটা কেবলই পৃথ্বী শ’র। তার ৪১ বলে ৮২ রানের ইনিংসে মাঝারি লক্ষ্যটা দিল্লি পেরিয়ে যায় ২১ বল আর সাত উইকেট হাতে রেখেই।
এ হারের ব্যবচ্ছেদের পর অধিনায়ক মরগান জানালেন, ‘খুবই হতাশ। মাঝের দিকে অনেক উইকেট হারিয়েছি। রাসেল আমাদের ১৫০-এ পৌঁছে দিল। কিন্তু বোলিংয়েও খুব বাজে খেলেছি আমরা।’
এই জয়ে দিল্লি উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। অন্যদিকে কলকাতা পঞ্চম হারের বিস্বাদ নিলেও আছে তালিকার পঞ্চম স্থানে। সে কারণেই হয়তো, অধিনায়ক মরগান এখনো ছাড়েননি আশা। বললেন, ‘আশা করা যায় আমরা দ্রুত ঘুরে দাঁড়াব। আমাদের দলে অনেক প্রতিভা রয়েছে। কিন্তু শুধু প্রতিভার উপর ভিত্তি করে বেশিদূর এগনো যায় না। মাঠে নেমে তার উদাহরণ দিতে হয়। আমরা সেই কাজটা এখনও পারিনি।’
তবে কোয়ালিফায়ারের জন্য কী পরিবর্তন চাই দলে, সেটা জানিয়েছেন ইংলিশ এই ব্যাটার। বললেন, ‘অভিজ্ঞদের আরও দায়িত্ব নিতে হবে। নিজেদের খেলাটাকে আরও সৎ হয়ে বিচার করতে হবে। না হলে যারা নিয়মিত পারফর্ম করে তাদের প্রতি অবিচার করা হয়।’ নিজেদের পরবর্তী ম্যাচে দলটি আগামী সোমবার মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।
এনইউ