ওয়ার্নার খেলবেন শতভাগ ফিট না হলেও

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হেরে অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রস্তুতি নিচ্ছে আঁটঘাট বেঁধে। অজিরা এতটাই মরিয়া যে ওপেনার ডেভিড ওয়ার্নারকে খেলাতে চাইছে পুরো ফিট না হলেও।
গত মাসে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পান ওয়ার্নার। এরপর থেকেই আছেন মাঠের বাইরে। তার জায়গায় দলে ফেরা জো বার্নস অবশ্য হতাশ করেছেন দলকে। তার অফ ফর্মই এখন ওয়ার্নারকে ফিরতে বাধ্য করছে পুরোপুরি ফিট হওয়ার আগেই। যদিও অজি এই ব্যাটসম্যান শীঘ্রই ফেরার ব্যাপারে বেশ আশাবাদী।
তিনি বলেন, ‘আমি গত দুইদিন দৌড়াইনি। আজ (শুক্রবার) আর কাল বুঝা যাবে আমি কোথায় আছি। এ সময়ের ভেতরে শতভাগ সুস্থ হওয়াটা এখনো ধোঁয়াশায়। কিন্তু আমি মাঠে নামার জন্যে সামর্থ্যের সবটুকু দিয়ে লড়ছি, যদি শতভাগ ফিট না হই তবুও।’
‘এ অবস্থায় কিছুটা বুদ্ধিমান হতে হয়। যদি আমার মনে হয় আমার কাজগুলো আমি করতে পারব, সেটা স্লিপ কর্ডনে দাঁড়ানো, ডানে বামের বল ধরা; তাহলেই আমি খেলব। উইকেটে রান করাটা, শট খেলাটা আমি সামলে নিতে পারব। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে ডানে বামের বলগুলো ধরতে পারব কিনা। গাজ্জা (নাথান লায়ন) বোলিংয়ে যখন আসবে, আমি তখন থাকব প্রথম স্লিপ কিংবা লেগ স্লিপে। সুযোগ এলে সেগুলো ধরার মতো সামর্থ্যবান হতে হবে আমাকে।’
অস্ট্রেলিয়া থিংক ট্যাঙ্ককে তৃতীয় টেস্টের আগে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে। জো বার্নস যে থাকছেন না, এটা একরকম নিশ্চিত। সেক্ষেত্রে ম্যাথিউ ওয়েডকে নেমে যেতে হবে মিডল অর্ডারে ট্র্যাভিস হেডের জায়গায়। উইল পুকোভস্কির অভিষেক হতে পারে এই ম্যাচে।
তার সঙ্গে ওপেন কে করবেন, এ নিয়ে ওয়ার্নার খুব একটা চিন্তিত নন। বললেন, ‘আমার সঙ্গে ওপেন কে করবে, এর উত্তর আমার নয়। দিনশেষে এটা নির্বাচকদের সিদ্ধান্ত যে কাদের উপর ভরসা রাখবেন তারা। পরিবর্তন একটা হতে পারে, দুটোও হতে পারে, আমি নিশ্চিত নই। উইল থাকুক কিংবা ওয়েডি (ম্যাথিউ ওয়েড), যেই আমার সঙ্গে অন্য প্রান্তে থাকুক, আমাদের কাজটা হবে নিজেদের খেলাটা একে অপরের বুঝা আর প্রতিপক্ষ বোলারদের উপর চাপ সৃষ্টি করা।’
সিরিজের তৃতীয় টেস্টে আগামী ৭ জানুয়ারি সিডনিতে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।
এনইউ