হামজার সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে

বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে ইচ্ছে প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি ইংল্যান্ডের লন্ডনে পাসপোর্ট করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। সেই দিন পাসপোর্ট আবেদন না হলেও বাফুফে হামজার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
আজ বাফুফের জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিশ্বকাপ ও এশিয়ান যৌথ বাছাইয়ে আসন্ন দুই ম্যাচ নিয়ে মূলত আলোচনা হলেও সভা পরবর্তী সম্মেলনে জাতীয় দল কমিটির চেয়ারম্যান বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ হামজা ও দিয়াবাতে নিয়ে মন্তব্য করেছেন।
তিনি বলেন, 'হাইকমিশনারের সঙ্গে সরাসরি কথা হয়েছে আমার। হামজার মায়ের সঙ্গেও হাইকমিশনারের কথা হয়েছে। হামজা ছুটিতে গেছে। যখন ও সময় পাবে তখন আসবে। ঢাকাতে যে প্রক্রিয়া ফলো করতে হবে তা আমরা ফলোআপের মধ্যে রেখেছি।' সেই দিন হামজার আবেদন না করতে পারার কারণ প্রসঙ্গে নাবিল বলেন, 'হামজা যেদিন লন্ডন দূতাবাসে গিয়েছিল সেদিন একটা কাগজ কম ছিল। সিস্টেমে আপলোড করা যাচ্ছিল না। ভুল বোঝাবুঝি ছিল। এরপর ও চলে গিয়েছিল।'
বাংলাদেশে পাঁচ বছর ধরে লিগ খেলছেন মালির ফুটবলার সোলেমান দিয়াবাতে। তাকে বাংলাদেশি হিসেবে খেলানোর প্রক্রিয়া শুর করেছে বাফুফে। দিয়াবাতেকে নিয়ে নাবিল বলেন, 'জামাল, তারিক, এলিটার চেয়ে দিয়াবাতের বিষয়টি ভিন্ন। আমরা তাকে নিয়েও কাজ করছি। আশা করছি সবকিছু দ্রুত এগিয়ে যাবে। ফেলে রাখার কিছু নেই।'
বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় ৬ জুন ম্যাচ খেলবে বাংলাদেশ। অন্য ম্যাচটি লেবাননের বিপক্ষে ১১ জুন কাতারের দোহায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় বিকাল পৌনে ৫টায় কিংস অ্যারেনায় ম্যাচটি হবে। এরপর কাতারের আল সাদ স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। দুটি ম্যাচের জন্য প্রস্তুতি শুরু হবে ১ জুন । ৩০ মে হ্যাভিয়ের ক্যাবরেরা দল ঘোষণা করবেন।
এজেড/এইচজেএস