দুবাইয়ে হেরে নর্ম হাতছাড়া নীড়ের

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২৪তম দুবাই ওপেন দাবা প্রতিযোগিতায় আজ শেষ রাউন্ডে জিতলে আরেকটি আন্তর্জাতিক মাস্টার নর্ম পেতেন বাংলাদেশি ফিদে মাস্টার মনন রেজা নীড়। ভারতের আন্তর্জাতিক মাস্টার মুথাইয়া আলের কাছে হেরে নর্ম অর্জনে ব্যর্থ হন বাংলাদেশের সম্ভাবনাময়ী দাবাড়ু।
দেড় মাস আগে থাইল্যান্ডে প্রথম আইএম নর্ম পেয়েছিলেন নীড়। ঐ টুর্নামেন্টে জিএম নর্মের কাছাকাছিও ছিলেন। থাইল্যান্ডে শেষ রাউন্ডে ভারতীয় গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে ড্র করলে একটি জিএম নর্মও হতো। হেরে যাওয়ায় আইএম নর্ম নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আজ দুবাইয়ে শেষ রাউন্ডে জিতলে আরেকটি আইএম নর্ম পেতেন নীড়। আন্তর্জাতিক মাস্টার হতে তিনটি নর্ম ও ২৪০০ রেটিং পয়েন্ট প্রয়োজন। নীড়ের রেটিং প্রায় ২৪৫০ এখন আইএম হতে তার আর দু'টি আইএম নর্ম প্রয়োজন।
নীড় সাদা নিয়ে ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার মুথাইয়া আলের সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৩৪ চালে হেরে যান। নীড় ৯ খেলায় সাড়ে চার পয়েন্ট অর্জন করে ৩৯ তম হন।
এই টুর্নামেন্টে খেলেছিলেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবও। তিনি ৩ পয়েন্ট নিয়ে ৬০ তম হন. আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার মুরাদলি মোহাম্মদ ৭ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন। ২৯ দেশের ২৪ জন গ্র্যান্ড মাস্টার, ৩ জন মহিলা গ্র্যান্ডমাস্টার ও ২৭ জন আন্তর্জাতিক মাস্টারসহ ৭১ জন দাবাড়ু এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।
এজেড/এইচজেএস