নারী নির্যাতনে অভিযুক্ত সাধারণ সম্পাদক পদচ্যুত

অপ্রচলিত খেলা জুজুৎসু। সেই খেলা আকস্মিকভাবে আলোচনায় এসেছে জুজুৎসু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের নারী নির্যাতনের অভিযোগ ঘটনায়। বিতর্কিত ও অভিযুক্ত নিউটনকে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
জুজুৎসু এসোসিয়েশনে অ্যাডহক কমিটি ছিল। অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ যে কোনো সময় পরিবর্তন বা বাতিল করার এখতিয়ার রাখে। সেই ক্ষমতাবলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম যথাযথ কর্তৃপক্ষের আদেশে জুজুৎসু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনকে অব্যাহতি চিঠি ইস্যু করেন আজ।
নারী নির্যাতনে অভিযুক্ত সাধারণ সম্পাদক থেকে অব্যাহতির ঘটনা এটাই প্রথম নয়। টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোরশেদের উপর খেলোয়াড় লাঞ্চিতের অভিযোগ উঠেছিল। পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করে।
জুজুৎসুর রফিকুল ইসলাম নিউটনের উপর অভিযোগ আরো অনেক গুরুতর। নারী খেলোয়াড়কে গর্ভপাত করানো, মারধর, ধর্ষণসহ অনেক স্পর্শকাতর অভিযোগ এনে ভুক্তিভোগী খেলোয়াড়রা জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছিল। ১৮ মে অভিযুক্ত সাধারণ সম্পাদক নিউটনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় ক্রীড়া পরিষদও নারী খেলোয়াড়ের অভিযোগ নিয়ে তদন্ত করছে।
এজেড/এইচজেএস