টেস্ট বাঁচানোর ব্যাপারে ইতিবাচক ডমিঙ্গো

প্রথম টেস্টে ড্রয়ের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রান পাহাড়ে চাপা পড়ে বাংলাদেশ। এরপর নিজেদের প্রথম ইনিংস শেষে পরে ফলো অনের লজ্জায়। তৃতীয় দিনশেষে বাংলাদেশ পিছিয়ে আছে ২৫৯ রানে। তবুও পাল্লেকেলে টেস্ট বাঁচানোর ব্যাপারে ইতিবাচক থাকতে চান টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো।
শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্টকে স্মরণ করেছেন তিনি। যেখানে ৩৯৭ রান তাড়া করে জিতেছিল সফরকারীরা। একটা ভালো ইনিংস পুরো টেস্টকেই বদলে দিতে পারে বলে মনে করেন ডমিঙ্গো।
তিনি বলেন, ‘আমরা কয়েক সপ্তাহ আগেই অবিশ্বাস্য একটি টেস্ট ম্যাচের অংশ ছিলাম। যখন ওয়েস্ট ইন্ডিজ আমাদের বিপক্ষে ৩৯৭ রান তাড়া করে জিতেছিল। আমরা জানি আমরা এখনও অনেক পিছিয়ে এই ম্যাচে, আমরা অনেক চাপে আছি, শ্রীলঙ্কা আধিপত্য বিস্তার করছে এই মুহূর্তে। কিন্তু আমরা আগামীকাল সকালে দ্রুত ২-৩ উইকেট নিয়ে নিতে পারলে ওদের ড্রেসিংরুমে একটু আশঙ্কা জাগাতে পারব। আপনি কখনই জানেন না, কেউ হয়তো দারুণ কোনো ইনিংস খেলবে। আমাদের ইতিবাচক থাকতে হবে।’
নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎই ছন্দপতন হয় টাইগারদের। ৩৭ রানে ৭ উইকেট হারিয়ে ফলোঅনে পড়তে হয়। এই নিয়ে পিচকে কোনো দায় দিচ্ছেন না বাংলাদেশ হেড কোচ।
তিনি বলেন, ‘কোনো অজুহাত নেই। ছেলেরা তাদের সর্বোচ্চটা দিয়েছে, তারা অনেক পরিশ্রম করছে, তারা চেষ্টা করছে। অজুহাত নয়, কিন্তু মাঠে অনেক সময় কাটানোয় তারা হয়ত মনোযোগে একটু ঘাটতি হয়েছিল ব্যাটিংয়ের সময়। আপনাদের মনে রাখতে হবে ছেলেরা প্রায় ৩৮০ ওভার মাঠে কাটিয়েছে। সেটা মানসিক ও শারীরিকভাবে প্রভাব রাখে এবং সেটিই হইয়ত আজকে আমাদের ব্যাটিং ধসের আংশিক কারণ।’
এমএইচ