মঈন আলী-রাইডু ঝড়ে মুম্বাইকে দুইশ ছাড়ানো লক্ষ্য দিলো চেন্নাই

উদ্বোধনী জুটিটা ভেঙে গিয়েছিল দ্রুতই। ঋতুরাজ গায়কোয়াড সাজঘরে ফিরেছিলেন ট্রেন্ট বোল্টের ব্যাটে। এর কিছুক্ষণ পর ঝড় তুলেন ফাফ ডু প্লেসিস ও মঈন আলী। মাঝে অবশ্য দ্রুত কয়েক উইকেট হারিয়ে বিপদে পড়েছিল চেন্নাই সুপার কিংস। তবে শেষ পর্যন্ত আম্বাত্তি রাইডুর কল্যাণে মুম্বাই ইন্ডিয়ানসের সামনে ২১৯ রানের বড় লক্ষ্য দিয়েছে তারা।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাট করতে নেমে ৪ বলে ৪ রান করে সাজঘরে ফেরত যান ওপেনার ঋতুরাজ গায়কোয়াড। এরপর দারুণ জুটি গড়ে ওঠে মঈন আলী ও ফাফ ডু প্লেসিসের মধ্যে।
৫ চার ও ছক্কায় ৩৬ বলে ৫৮ রান করে মঈন সাজঘরে ফেরত গেলে এই জুটি ভেঙে যায়। ২ চার ও ৪ ছক্কায় ২৮ বলে ৫০ রান করে ডু প্লেসিও আউট হয়ে যান ২৮ বলে ৫০ রান করে। এরপর সুরেশ রায়নাও ফিরে যান মাত্র ২ রান করে। দ্রুতই তিন ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে চেন্নাই।
তবে তাতেও দুইশ পার হতে বেগ পেতে হয়নি চেন্নাইয়ের। মুম্বাইয়ের বোলারদের পিটিয়ে ঝড়ো ফিফটি তুলে নেন আম্বাত্তি রাইডু। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪ চার ও ৭ ছক্কায় ২৭ বলে ৭২ রান করেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৮ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।
এমএইচ