‘একটা মন আর কতবার ভাঙবে’, প্রশ্ন পাকিস্তান ভক্তের

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে বড় ফেবারিট ভাবা না হলেও, দলটির সামর্থ্য নিয়ে কারও সন্দেহ ছিল না। তবে বিশ্ব ক্রিকেটের আনপ্রেডিক্টেবল দলটি গতকাল সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে সবচেয়ে বড় আপসেটের জন্ম দিয়েছে। নাটকীয় সুপার ওভারে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে হেরেছেন বাবর আজমরা। এরপর থেকে দলটিকে নিয়ে চলছে সমালোচনার বন্যা। যেখানে ক্রিকেট বিশ্লেষক, কিংবদন্তি তারকা থেকে শুরু করে ভক্তরাও চরম ক্ষুব্ধ।
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড প্রবাসী এক পাকিস্তানি তরুণী দলটিকে নিয়ে নিজের স্বপ্ন ও আশার কথা শুনিয়ে সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল বাবরের দল। সেখানে ওই ভক্ত বাবর সেঞ্চুরি করতে পারলে মার্সিডিজ গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে বাবর সেঞ্চুরি তো পাননি, বরং সেই সিরিজটি পাকিস্তান হেরে যায় ২-০ ব্যবধানে। এরপর নিজের হতাশাও প্রকাশ করেন নাবিহা খান নামের ওই বাবর-ভক্ত।
নতুন করে তার ভিডিও সামনে এসেছে গতকাল পাকিস্তানের ঐতিহাসিক হারের পর। যেখানে এই নারীভক্তকে বলতে শোনা যায়, ‘একটাই তো মন, আর কতবার ভাঙবে? আপনারা আমাদের শেষ করে দিয়েছেন। ওরা জেতে কম, হারে বেশি। আমরা তো সবসময় সমর্থন করি। কিন্তু আর কবে আপনারা ম্যাচ জিতবেন? শুধু বড় বড় কথা! এখন তো মনে হচ্ছে এরা এখানে সত্যিই ঘুরতে এসেছে। আপনারা আমাদের কথা ভাবেন না। আমাদের আবেগ, ভালোবাসা সব এরা পায়ের তলায় গুঁড়িয়ে দেয়। আমি আর কিছু বলতে পারছি না।’
— Div (@div_yumm) June 6, 2024
পাকিস্তান ক্রিকেটের এই পাড় ভক্তকে এর আগেও বাবরদের খেলা থাকাকালে মাঠে হাজির হতে দেখা গেছে। যতটুকু জানা যায়, ইংল্যান্ড প্রবাসী নাবিহা খান থাকেন বার্মিংহামে, পাশাপাশি সেখানে তিনি একটি মেডিকেলে পড়াশোনা করেন। ক্রিকেট নিয়ে আবেগী হয়ে আগে থেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন বার্তা দিয়ে আসছেন নাবিহা।
আরও পড়ুন
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল বাবরের দল। এর আগে অবশ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের ড্র সিরিজ, আয়ারল্যান্ড সিরিজে প্রথম ম্যাচে হার এবং ইংল্যান্ডে দুটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতাহীন হার দেখেছে। তবুও বিশ্বকাপে সেই হতাশা মুছে ফেলার লক্ষ্য বাবররা পূরণ করতে পারেননি নবীন দেশ যুক্তরাষ্ট্রের কাছে। যা নিয়ে সমালোচনায় মুখর ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ওয়াকার ইউনিস থেকে শুরু করে দেশটির সাবেক ক্রিকেটাররা।
এএইচএস