আইসিইউতে সৌরভ গাঙ্গুলি

হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর সভাপতি সৌরভ গাঙ্গুলি। শনিবার সকালে নিজ বাড়িতে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন তিনি।
অসুস্থ বোধ করার পরল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে এরপর তাকে নেয়া হয়েছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউতে)। তার চিকিৎসার জন্য যোগাযোগ করা হয়েছে ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের সঙ্গে।
ভারতীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ নিজ বাড়িতে জিম করছিলেন বিসিসিআই সভাপতি। সে সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপরই দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় তাকে।
হাসপাতাল সূত্র থেকে জানানো হয়েছে, বুকে ব্যথা অনুভব করছেন তিনি। ধারনা করা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের কারণেই ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলেন সৌরভ। তবে সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষার পরেই প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকদের। তবে এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
সৌরভের সুস্থতা কামনা করে আইসিসি লিখেছে, ‘সাবেক ভারত অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। এখন তার অবস্থা স্থিতিশীল। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।’
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ সৌরভের অবস্থা জানিয়ে বলেন, ‘আমি ওনার পরিবারের সঙ্গে কথা বলেছি। দাদার অবস্থা এখন স্থিতিশীল এবং বেশ ভালোভাব চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।’
এমএইচ