দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আসরে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। একই সঙ্গে টাইগারদের চোখ রাখতে হবে নেট রানরেটেও। অন্যদিকে আফগানিস্তানের জন্যও মাস্ট উইন গেইম। তবে তাদের জন্য কাজটা কিছুটা সহজ। কারণ যেকোনো ব্যবধানে জয় পেলেই সেমির টিকিট পাবে তারা।
সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। কিংস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টায়।
গত ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। একাদশ থেকে ছিটকে গেছেন শেখ মেহেদি ও জাকের আলি। এই দুইজনের পরিবর্তে ফিরেছেন সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আফগানিস্তান।
বাংলাদেশকে হারাতে পারলে কোনো হিসেব ছাড়াই সেমিতে যাবে আফগানিস্তান। সেক্ষেত্রে সুপার এইট থেকেই বিদায় নিতে হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে।
তবে বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে পারে তাহলে তিন দলের পয়েন্ট হবে সমান ২ করে। তখন নেট রানরেটের ভিত্তিতে সেমি ফাইনালিস্ট নির্ধারিত হবে।
যদি আফগানিস্তান ১৫০ রান করে তাহলে বাংলাদেশকে জিততে হবে ১২ ওভার ৫ বলের মধ্যে। আফগানিস্তান ১৮০ রান করলে ১৩ ওভার ১ বলের মধ্যে জিততে হবে বাংলাদেশকে। কিংবা আফগানদের যদি ১২০ রানে আটকে দিতে পারে বাংলাদেশ তাহলে সেই রান তাড়া করতে হবে ১২ ওভার ১ বলের মধ্যে।
বাংলাদেশ একাদশ-
তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ-
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নানগায়াল খারোতি, নুর আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি।
এইচজেএস