শীর্ষেই আছেন ফিদে মাস্টার নীড়

বাংলাদেশের দাবার নতুন সম্ভাবনার নাম ফিদে মাস্টার মনন রেজা নীড়। ৪৮ তম জাতীয় দাবায় নীড় এককভাবে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন। টানা দুই রাউন্ড তিনি এককভাবে সবার চেয়ে এগিয়ে। সপ্তম রাউন্ড শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড়ের সাড়ে পাঁচ পয়েন্ট।
সপ্তম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সাথে ড্র করেন। ফিদে মাস্টার মনন রেজা নীড় সাদা ঘুঁটি নিয়ে রুই-লোপেজ ওপেনিং পদ্ধতি অবলম্বন করে ৪৪ চালের মাথায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সাথে ড্র করেন। একজন ফিদে ও আরেকজন আন্তর্জাতিক মাস্টার হলেও বর্তমানে বাংলাদেশের দাবায় এই দুই জনই সর্বোচ্চ রেটেড দাবাড়ু। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদের সাথে ড্র করেন।
আজ তিন গ্র্যান্ডমাস্টারই জয় পেয়েছেন। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বরিশালের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটর্জীকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান কালো ঘুঁটি নিয়ে কুইনস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে খেলে ১৯ চালে জয়ী হন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরীকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সাদা ঘুঁটি নিয়ে ইংলিশ ওপেনিং পদ্ধতিতে খেলে ৪৯ চালের মাথায় জয়ী হন।
গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব বাংলাদেশ বিমানের ফিদে মাস্টার নাইম হককে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাদা ঘুঁটি নিয়ে গিয়াকো পিয়ানো গেম পদ্ধতির খেলায় ৫৮ চালের মাথায় ফিদে মাস্টার নাইম হকের বিরুদ্ধে জয়ী হন। বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে পরাজিত করেন। বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায়কে পরাজিত করেন।
পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান যুগ্মভাবে তৃতীয় স্থান রয়েছে। বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ৪ পয়েন্ট নিয়ে এদের পরেই রয়েছেন।
আগামীকাল প্রতিযোগিতার বিরতি। সোমবার বিকেলে অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে।
এজেড/এইচজেএস