মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা

শঙ্কা উড়িয়ে আর্জেন্টিনার শুরুর একাদশে রইলেন লিওনেল মেসি। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ম্যাচে বিশ্বসেরা তারকা দলে থাকবেন কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছিল কদিন ধরেই। চিলির বিপক্ষে ম্যাচে ২৪ মিনিটে ডান পায়ের পেশিতে টান পড়েছিল তখন থেকেই ছিল শঙ্কা।
মাঝে পেরুর বিপক্ষে ম্যাচে বিশ্রামে থাকলেও আজ শুক্রবার ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ঠিকই ফিরে এলেন লিও। দলে ফিরেছেন রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। নিকোলাস গঞ্জালেসকে আজ দেখা যাবে মাঝমাঠে। বামপ্রান্ত থেকে আক্রমণ ও রক্ষণে ভারসাম্য রাখার দায়িত্ব তার ওপরে। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।
আক্রমণে লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধবেন ফর্মের তুঙ্গে থাকা লাউতারো মার্টিনেজ। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে খেলা এই তারকা গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচেই বদলি বেমে গোলের দেখা পেয়েছিলেন। পেরুর বিপক্ষেও ছিল তার জোড়া গোল। ৪ গোল নিয়ে আসরের সর্বোচ্চ গোলদাতা তিনি। শুরুর একাদশে তাই লাউতারোর থাকা একপ্রকার নিশ্চিত হয়েই ছিল।
৪-৪-২ ফর্মেশনে রক্ষণভাগে যথারীতি থাকবেন ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ। দুই ফুলব্যাক নাহুয়েল মলিনা ও নিকোলাস টালিয়াফিকো। গোলবারের নিচে যথারীতি এমিলিয়ানো মার্টিনেজ।
আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টালিয়াফিকো, রদ্রিগো ডি পল,অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি।