নিষেধাজ্ঞার শঙ্কা নিয়ে সেমিতে নামছেন ২ আর্জেন্টাইন তারকা

রুদ্ধশ্বাস এক ম্যাচ জিতে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে তাদেরকে ইকুয়েডরের বিপক্ষে কঠিন লড়াইয়ে পড়তে হয়েছিল। যদিও এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত নৈপুণ্যে টাইব্রেকারের বাধা পেরোয় লিওনেল স্কালোনির দল। টানা দ্বিতীয়বার কোপার ফাইনালে যাওয়ার পথে আরেকটি বাধা তাদের সামনে, যা টপকাতে আগামীকাল (বুধবার) ভোরে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
তবে তার আগে আরেকটি বিষয় নিয়ে ভাবতে হচ্ছে আলবিসেলেস্তেদের। সেটি হচ্ছে নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন দুই তারকা ফুটবলার, আগামীকাল হলুদ কার্ড দেখলে এবং দল ফাইনালে উঠলে তারা খেলতে পারবেন না। কারণ ইকুয়েডরের বিপক্ষে একটি করে হলুদ কার্ড দেখেছিলেন নিকোলাস তালিয়াফিকো এবং নিকোলাস গঞ্জালেস। ফলে সেমিতে তাদের কার্ড সম্ভাবনা এড়িয়ে ম্যাচ খেলতে হবে। কাল বাংলাদেশ সময় ভোর ৬টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা।
নিয়ম অনুযায়ী– গ্রুপপর্বের একাধিক ম্যাচে হলুদ কার্ড দেখলে, সেটি কোয়ার্টার ফাইনালে খেলতে আর প্রভাব ফেলবে না। সে কারণে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা কোনো ঝুঁকির শঙ্কা ছাড়াই কোয়ার্টারে খেলেছে। তবে এরই মাঝে দুজন একটি করে হলুদ কার্ড দেখায় সতর্কতা সংকেত পেয়েছেন, যারা পুনরায় সেমিফাইনালে কার্ড দেখলে নিষিদ্ধ হবেন পরের ম্যাচ। অর্থাৎ আর্জেন্টিনা ফাইনালে উঠলে, সেই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখা ফুটবলারের নামার সুযোগ থাকবে না।
ইকুয়েডর ম্যাচের দ্বিতীয়ার্ধের ৩২তম মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন নিকোলাস গঞ্জালেস। ফলে আগামীকালও তাকে সতর্কতার সঙ্গে খেলতে হবে। ইকুয়েডরের অ্যালান মিন্ডা মধ্যমাঠে দলের পক্ষে দারুণ এক সুযোগ তৈরি করেছিলেন, যা ঝুঁকিপূর্ণ হতে পারত আলবিসেলেস্তেদের জন্য। ফলে সেটি এড়ানোর জন্য অ্যানহেলো প্রেসিয়াদোকে কড়া ট্যাকল করেন গঞ্জালেস। অনায়াসেই তাকে হলুদ কার্ড দেখাতে বাধ্য হন রেফারি।
আরও পড়ুন
এর মাত্র তিন মিনিট পরই আবারও অস্বস্তিতে পড়ে আর্জেন্টিনা। এবার ইকুয়েডরের জন যেবোয়াহ ও আন্দ্রেস ম্যানটোতে বল নিয়ে আর্জেন্টিনার অর্ধে হানা দেন। তাদের সেই প্রচেষ্টা রুখে দিয়েছেন তালিয়াফিকো। তবে কপালে জুটেছে হলুদ কার্ড। যা তাকে পরবর্তী ম্যাচে নিরাপদ থাকতে বাধ্য করবে। অবশ্য বিষয়টা খেয়াল রেখেই দলের দুই তারকাকে ব্যবহার করবেন কোচ স্কালোনি।
এএইচএস