ক্রিকেটারদের খোঁজ-খবর রাখা নিয়ে যা বলছে বিসিবি
গেল দিন দশেকের মতো দেশের মানুষ দিন পার করেছে অস্থিরতার মাঝে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পুরো দেশেই তোলপাড় তৈরী হয়েছিল। জাতীয় দলসহ বিসিবির চুক্তিতে থাকা অনেক ক্রিকেটাররাই অবশ্য সে সময়ে চট্টগ্রামে অবস্থান করছিলেন। তবে এমন পরিস্থিতিতে অনুশীলন করেননি ক্রিকেটাররা। ছিলেন হোটেল কক্ষেই। ছিল না ইন্টারনেট সেবাও।
তবে সে সময় ক্রিকেট বোর্ড খোঁজ খবর রেখেছেন সব ক্রিকেটারদের৷ আজ শনিবার মিরপুরে এমনটি মন্তব্য করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। এ সময় তিনি বলেন, ‘দেখেন এখানে যেটি হয়েছে যে সারা বাংলাদেশে নেটওয়ার্কই তো ছিল না। সবাই যে সবার সাথে যোগাযোগ করবে সে রকম অবস্থা তো ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারে এখনো তো সীমিত আকারে রয়েছে আমার জানা মতে। যে কারনে আলাদা করে উপদেশ দেয়ার মত কিছু ছিল সেটাও না।’
তবে শুধু চট্টগ্রামে থাকা খেলোয়াড়দেরই না, বরং সারাদেশেই ক্রিকেটারদের সঙ্গে যুক্ত ছিল বিসিবি, ‘ক্রিকেট বোর্ডের সাথে যতগুলো প্লেয়ার রিলেটেড আছে, আমাদের কন্টাক্ট এ আছে যারা বিভিন্ন লেভেলে খেলছে সবার সাথে কিন্তু ক্রিকেট বোর্ডের তরফ থেকে খোঁজ খবর রাখা হয়েছে।’
মিডিয়া কমিটির চেয়ারম্যানের বক্তব্য, ‘যখন কোন ক্যাম্প হয় তখন আমাদের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করে। কিন্তু মাঠে নিয়ে যাওয়া হয়। ওই জায়গা থেকে ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের নিরাপত্তা সম্পন্ন নিশ্চিত না করে কিন্তু মাঠে নিয়ে যায়নি। এখনো তারা যেভাবে আছে তারা নিরাপত্তার মধ্যেই আছে।'
এসএইচ/জেএ