‘মুশি ভাই ওয়ার্ল্ডক্লাস প্লেয়ার, স্পিনারদের ভালো খেলেন’
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম। ‘মিস্টার ডিফেন্ডেবল’ গত এক যুগ ধরে ধারাবাহিকভাবে জাতীয় দলের হয়ে পারফর্ম করে যাচ্ছেন। এবার এই তাকে নিয়ে প্রশংসায় মাতলেন অফস্পিনার নাঈম হাসান। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাঈম জানালেন, মুশফিক বিশ্বসেরা ক্রিকেটার এবং সবচেয়ে ভালো স্পিন খেলা ব্যাটারদের একজন।
আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। সে উপলক্ষ্যে চট্টগ্রামে নিয়মিত অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলছেন টাইগার ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে থাকতে পারেন, এমন ক্রিকেটাররাও রয়েছেন চট্টগ্রামে। বল হাতে প্রথম দুই দিনের ম্যাচে আলো ছড়িয়েছেন স্পিনার নাঈম।
পরে মুশফিককে নিয়ে নাঈম বলেন, ‘মুশি ভাই ওয়ার্ল্ডক্লাস প্লেয়ার। উনি ধরতে গেলে বিশ্বের মধ্যে যে কয়েকজন খুব ভালো স্পিন খেলে তাদের মধ্যে একজন। উনার বিপক্ষে যখন বল করি, ভালো ডেলিভারি দিতে পারলে কনফিডেন্স বাড়ে। এভাবে উনার বিপক্ষে লাইন লেংথটা অনেক মেইনটেন করতে হয়। একটু উল্টোপাল্টা হলে মেরে দেন উনি।’
আরও পড়ুন
নাঈম এখন পর্যন্ত জাতীয় দলের ১০টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। বাকি দুই ফরম্যাটে অভিষেক হয়নি ২৪ বছর বয়সী এই ডানহাতির। তাই টেস্টের পাশাপাশি নাঈমের আশা বাকি দুই ফরম্যাটেও ভালো করার, ‘আমি আল্লাহর রহমতে চেষ্টা করতেছি বাইরে যদি সুযোগ পাই ভালোভাবে কাজে লাগানোর। আর ওয়ানডে, টি-টোয়েন্টিতেও ভালো খেলার চেষ্টা করছি। এমনকি প্রিমিয়ার লিগ আছে, বিপিএল আছে। আলহামদুলিল্লাহ প্রিমিয়ার লিগটা এবার খুব ভালো গেছে।’
উল্লেখ্য, আসন্ন পাক সিরিজকে সামনে রেখে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলছে বিসিবি সবুজ দল ও লাল দল। প্রথম ম্যাচটি ছিল দুই দিনের, ২৯ জুলাই থেকে শুরু হবে তিনদিনের ম্যাচ। প্রথম ম্যাচে সবুজ দলের হয়ে দুই ইনিংসে ৫ উইকেট শিকার করেন অফস্পিনার নাঈম। এমনকি ম্যাচেও দাপট ছিল তার দলের, সবুজ দলের জার্সিতে সেঞ্চুরি করেন মুমিনুল হক। তবে দুই দিন শেষ হওয়ায় ম্যাচটি ড্র হয়ে যায়।
এসএইচ/এএইচএস