এশিয়া কাপ ফাইনালের দায়িত্বে বাংলাদেশের জেসি
গত ১৯ জুলাই শ্রীলঙ্কায় পর্দা উঠেছিল নারী এশিয়া কাপের। আর আজ (রোববার) ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামতে যাচ্ছে নবম আসরের।
সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে আজকের ফাইনালে থাকবেন একজন বাংলাদেশিও। আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি।
দুপুর সাড়ে তিনটায় শিরোপা নির্ধারণী ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন জেসি। চলমান এশিয়া কাপে তিন ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে।
এর আগে চলতি বছরের মার্চে প্রথমবারের মতো জেসি ও মিশু চৌধুরীকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর প্রথমবারের মতো আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত করে। নারী এশিয়া কাপের ইতিহাসে টানা ৯ বারই ফাইনাল নিশ্চিত করেছে ইন্ডিয়া। এখন পর্যন্ত ভারত ৭ বার এবং বাংলাদেশ ১ বার চ্যাম্পিয়ন হয়েছে।
এসএইচ/এফআই