ফাঁড়া কাটছে না লঙ্কান পেসারদের, মাঠের বাইরে ২ তারকা
ভারতের বিপক্ষে একে তো যাচ্ছেতাই অবস্থা, তার ওপর একের পর এক চোটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই চোটের কারণে ছিটকে যান তিন পেসার। এরপর সূর্যকুমার যাদবের দলের কাছে স্বাগতিক লঙ্কানরা তিনটি ম্যাচেই হেরেছে। এবার ওয়ানডে সিরিজের আগেও একই ফাঁড়া। চোটের কারণে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বড় দুই তারকা মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশকা।
পাথিরানার ইনজুরি কাঁধে এবং মাদুশঙ্কা হ্যামস্ট্রিংয়ে চোটে পড়েছেন। এর আগে অসুস্থতার কারণে দুষ্মন্ত চামিরা ও বিনুরা ফার্নান্দো এবং চোটের কারণে নুয়ান থুসারা ছিটকে গেছেন টি-টোয়েন্টি সিরিজের আগেই। তাদের সঙ্গে নতুন করে দুই পেসার যুক্ত হওয়ায় বেশ বিপদেই পড়ে গেছে লঙ্কানরা। নতুন করে চোটে পড়া মাদুশঙ্কা ও পাথিরানার জায়গায় ঈশান মালিঙ্গা এবং মোহাম্মদ সিরাজকে দলে নেওয়া হয়েছে।
অবশ্য দুজনই অনভিজ্ঞ এবং এখন পর্যন্ত জাতীয় দলে অভিষেক হয়নি। ফলে এই সিরিজেই অভিষেক হয়ে যেতে পারে অনভিজ্ঞ সিরাজ কিংবা ঈশান মালিঙ্গার। এর আগে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন পাথিরানা। সেই ম্যাচে তিনি মাত্র একটি বল করেছিলেন। এ ছাড়া মাদুশঙ্কা চোট পান অনুশীলনের সময়। ছিটকে না গেলে দুজনেরই ওয়ানডে সিরিজে খেলার বেশ সম্ভাবনা ছিল।
এ নিয়ে লঙ্কান দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন, ‘মাথিশার কাঁধে ব্যথা। গত বছরের (ওয়ানডে) বিশ্বকাপের সময়েও ওর একই সমস্যা হয়েছিল। তাই তারা (টিম ম্যানেজমেন্ট) ঝুঁকি নিতে চায়নি।’ এ ছাড়া মাদুশঙ্কা মাত্র একটি টি-টোয়েন্টি খেলেই হ্যামস্ট্রিংয়ে চোটে পড়ার কথা জানান হালাঙ্গোদা।
আরও পড়ুন
এদিকে, ভারতের বিপক্ষে সব ফরম্যাট মিলিয়ে সবশেষ ১০টি ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কা। এমন হতাশা ও লজ্জাজনক পরিস্থিতি কাটিয়ে ওঠার আগেই তারকা পেসারদের চোট দলটিকে নতুন করে ধাক্কা দিয়েছে। আগামীকাল (শুক্রবার) থেকে কলম্বোতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
এএইচএস