গোল দিয়েই মুগ্ধ-আবু সাঈদদের স্মরণ বাংলাদেশি ফুটবলারের

ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন আবু সাঈদ ও মীর মুগ্ধ। যাদের সাহসিকতা ও বীরত্বের গল্প আজ বাংলাদেশের সর্বত্র উচ্চারিত হচ্ছে। এবার নেপালের মাটিতে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও আবু সাঈদ-মুগ্ধদের স্মরণ করলেন বাংলাদেশি ফুটবলার।
চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে গোল করেই সাঈদ-মুগ্ধর নাম সংবলিত একটি টিশার্ট গায়ে চাপিয়ে উদযাপন করতে দেখা যায় ১০ নম্বর জার্সিধারী মিরাজুল ইসলামকে।
ম্যাচের ১৬তম মিনিটে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লিড এনে দেন মিরাজ। গোলের পর উদযাপনের সময় টেন্ট থেকে টিশার্টটা দেওয়া হয় গোলদাতাকে। জার্সির ওপর সেটি পরে উদযাপন করেন মিরাজ।

টিশার্টটিতে লেখা ছিল, ‘‘মুগ্ধ এবং আবু সাঈদের স্মরণে/ মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি।’
এজেড/এফআই