ক্ষুব্ধ বসুন্ধরা চাইবে ক্ষতিপূরণ, প্রয়োজনে যাবে ফিফায়

গত বছর মাত্র এক ম্যাচ খেলে এএফসি কাপ বাতিল হয়। এই বছর এখনো বাতিল না হলেও সাউথ জোনের খেলা স্থগিত হয়েছে। এতে বিপাকে পড়েছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। আজ সন্ধ্যায় তাদের ৪৫ জনের ফ্লাইট ছিল। পাশাপাশি মালদ্বীপে হোটেলেও অগ্রিম ভাড়া দেয়া রয়েছে। এটা ছাড়াও টুর্নামেন্টের প্রস্তুতির জন্য অনেক খরচ হয়েছে।
সব মিলিয়ে এএফসির এই সিদ্ধান্তে খুবই নাখোশ কিংসের সভাপতি ইমরুল হাসান, ‘আমরা বরাবরই দুর্ভাগ্যের শিকার। গত বার অত্যন্ত ভালো প্রস্তুতি ছিল। পুরো টুর্নামেন্টই বাতিল হয়ে গেল। এবারও যথেষ্ট প্রস্তুত ছিলাম আমরা। বিমানবন্দরে উঠার আগে খেলা স্থগিতের খবর ফুটবলারদের জন্য খুব বেদনাদায়ক।’
করোনা পরিস্থিতি, লকডাউন, মালদ্বীপ সরকারের কড়া অবস্থানে সব কিছু মিলিয়ে এএফসি এই সিদ্ধান্ত নিলেও কিংস ক্ষতিপূরণ দাবি করবে বলে জানান সভাপতি, ‘আমরা এএফসি’র কাছে অবশ্যই আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি তুলে ধরব আগামী দুই এক দিনের মধ্যে। দেখি এএফসি কতটুকু ক্ষতিপূরণ বা কি পদক্ষেপ নেয়। আমরা এতে সন্তুষ্ট না হলে প্রয়োজনে ফিফার কাছে আবেদন করব।’
বসুন্ধরা কিংস খেলা পেছানোতেই এই কঠোর ও দৃঢ় অবস্থানে অন্য দিকে ঢাকা আবাহনীকে খেলার সুযোগ না দিয়ে বাদ দেয়ার পরও খানিকটা নিশ্চুপ। বাফুফের মাধ্যমে আবাহনী এএফসিকে শেষ বারের মতো বিবেচনা করার অনুরোধ জানালেও সেই চিঠির উত্তর এখনো দেয়নি এশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আবাহনীও আর বাড়তি কিছু করেনি।
এজেড/এটি