মিডিয়া কমিটির অভিষেক সভা

ফুটবলের অন্যতম স্টেকহোল্ডার মিডিয়া। দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মিডিয়া কমিটি নামে একটি স্ট্যান্ডিং কমিটি করলেও এর খুব একটা কার্যক্রম থাকে না। কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে চতুর্থ মেয়াদে মিডিয়া কমিটির চেয়ারম্যান করা হয়েছে নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরীকে।
আজ রোববার মিডিয়া কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা হয়। সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি বলেন, ‘বাংলাদেশের ফুটবলের পেছনে গণমাধ্যমের ভূমিকা অনেক। সাংবাদিকরা প্রতিনিয়ত ফুটবলের জন্য কাজ করে যাচ্ছেন। বাফুফের মিডিয়া কমিটি গণমাধ্যমের সুযোগ-সুবিধার বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখভাল করবে।’
বাংলাদেশে ফুটবল নিয়ে কাজ করা সাংবাদিকদের কাজের অন্যতম ক্ষেত্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্স। সেই প্রেসবক্সে ইন্টারনেট, বিদুৎ সংযোগ, টয়লেট ব্যবস্থা থেকে শুরু করে অনেক সমস্যার মধ্যে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করে। ফুটবল ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদ প্রেসবক্সের দায়িত্ব নিয়ে ঠেলাঠেলি করে সময় পার করে। বাফুফের নতুন মিডিয়া কমিটি এই সমস্যা সমাধানে কতটুকু সক্ষম হয় সেটার উত্তর সময় দেবে।
এজেড/এটি