রেটিং দাবায় টাইব্রেকে পরাগ চ্যাম্পিয়ন
মানহাস ক্যাসেল ২৬তম ওপেন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ চ্যাম্পিয়ন হয়েছেন। ফিদে মাস্টার পরাগ ৮ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়েছেন। একই পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক রানার-আপ ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবজিদ রহমান তৃতীয় হন।
ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ হতে নবম হন যথাক্রমে ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, তাহমিদুল হক, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, শতদ্রু শোভন দে ও রুবেল হাসান। সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ দশম হন।
রেটিং ক্যাটাগরি পুরস্কার পান যথাক্রমে মোহাম্মদ শফিকুল ইসলাম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, মোঃ ফোয়াজুল ইসলাম, মোঃ হাসান ও মুস্তাকিম নাফি, রবি আলম জিহাদ, উর্ধ্ব-৫০ মোঃ আনিচুজ্জামান জুয়েল, সেরা মহিলা মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী ও অনুর্ধ্ব-১৪ সিয়াম চৌধুরী। ৮৫ জন দাবাড়ু এ ইভেন্টে অংশ নেন এবং বিজয়ীদের নগদ এক লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।
আগামী পরশু দিন বাংলাদেশ দাবা দল হাঙ্গেরীর উদ্দেশ্যে দাবা অলিম্পিয়াডের উদ্দেশ্যে রওনা হবে। বিশ্ব দাবার সর্বোচ্চ আসরে প্রতিনিধিত্ব করার আগে দাবা ফেডারেশন আগামীকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
এজেড/জেএ