৮ নাম্বারের সেরা খেলোয়াড় হতে চান না মিরাজ

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল মেহেদী হাসান মিরাজের। এমনকি সেই সিরিজে ম্যান অব দ্য সিরিজও হয়েছিলেন এই অলরাউন্ডার। তখন অবশ্য বোলার হিসেবে জাতীয় দলে খেলেছিলেন মিরাজ। তবে ধীরে ধীরে নিজেকে প্রমাণ করেছেন ব্যাটার হিসেবেও। যার সর্বশেষ উদাহরণ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে।
ভালো ব্যাট করলেও মিরাজের আক্ষেপ থেকে গিয়েছে এক জায়গায়। কেননা দলের হয়ে প্রায় সময় তাকে ৮ নম্বরে ব্যাট করতে নামতে হয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। আর তখন ব্যাট করা সবথেকে প্রেশারের এমনটি জানালেন এই অলরাউন্ডার।
আজ (সোমবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন ওপরের দিকে সেরা খেলোয়াড় হতে চান তিনি। মিরাজ বলছিলেন, 'বেসিক্যালি আপনি যেটা বললেন যে আট নাম্বারে ব্যাটসম্যান হতে চাই না যে কারণ। আট নাম্বার ব্যাটিং করা অনেক প্রেসার। কারণ দেখেন ওইখানে টিমের অনেক অবস্থাতে... টিম অনেক ভালো খেলেছে, তারপরে আট নম্বর আমার নামতে হয়। আবার দেখেন যে এমন সিচুয়েশন থাকে যে সব ব্যাটাররা ফেইল করেছে, তখন আমার প্রেসারে ব্যাটিং করতে হয়। জিনিসটা ওই ইঙ্গিতেই বলেছিলাম যে ৮ নাম্বারের সেরা খেলোয়ার হতে চাই না। উপরের দিকের সেরা খেলোয়াড় হতে চাই জিনিসটা আসলে এরকমই ছিল।'
ভালো খেললে আশা বাড়ে সে বিষয়ে মিরাজ বলেন, 'আশা তো সবার কাছে সবসময়ই থাকে। আশা তো দেখেন আমরা যখন ভালো খেলি, ম্যাচ জিতি তখন এই আসাটা সবারই বাড়ে। এক দুজনের না সবারই বাড়ে। সবারই আশা থাকবে তো, সেই আশার জায়গা আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি এবং প্রস্তুতি নিচ্ছি আমরা যদি পারফর্ম করতে পারি নিজেদের আশাটা ভালো থাকবে এবং রেজাল্টও আসবে।'
এসএইচ/এফআই