প্রথম দিনে ৪ জন

কাতারে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে আজ (সোমবার) প্রথম দিন চার জন ফুটবলার রিপোর্ট করেছেন। চার জনের মধ্যে দুই জন ঢাকা আবাহনীর আর একজন করে ফুটবলার রয়েছেন বাংলাদেশ পুলিশ ও ঢাকা মোহামেডানের। প্রিমিয়ার লিগের শীর্ষ দল কিংসের ১০ ফুটবলারের আজ রিপোর্ট করার কথা থাকলেও তারা আসেননি।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘আজ মোট ১৬ জনের রিপোর্টিং করার কথা। এর মধ্যে ১০ জন ছিলেন কিংসের ফুটবলার। তারা আজ আসবেন না বলে আমাদের জানিয়েছে। বাকি ছয় জনের মধ্যে চার জন ক্যাম্পে উঠেছেন। বাকি দুই জন (আবাহনীর গোলরক্ষক সোহেল ও মোহামেডানের ডিফেন্ডার আতিক) কাল দুপুরের মধ্যে উঠবেন।’ আগামীকাল সাত জন ফুটবলারের রিপোর্টিং করার কথা।
ঈদের আগে আজই প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ। জাতীয় দলে ডাক পাওয়াদের মধ্যে যাদের ম্যাচ রয়েছে তারা আগামীকাল ক্যাম্পে উঠবেন। ১২ এপ্রিল সকল ফুটবলারের একসাথে করোনা পরীক্ষা হবে। ঈদের পর দিন থেকে মূলত বল নিয়ে মাঠে অনুশীলন শুরু হবে।
এজেড/এমএইচ