রোনালদো নন, জুভেন্তাসে খেলছেন তার ভূত!

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অস্তিত্ব রক্ষার ম্যাচে রোববার সিরি’আয় মিলানের মুখোমুখি হয়েছিল জুভেন্তাস। তবে ফলাফলটা নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। মিলানের কাছে ৩-০ গোলে হেরেছে দল। পড়েছে তীব্র সমালোচনার মুখে। সমালোচিত হচ্ছেন রোনালদোও। ইতালিতে তো বলাবলিও হচ্ছে, জুভেন্তাসে রোনালদো নন, খেলছে তার ভূত!
মিলানের বিপক্ষে সে ম্যাচে পিরলোর দল খেলেছে শীর্ষ চারের বাইরের কোনো এক দলের মতোই, যাদের যোগ্যতাই নেই চ্যাম্পিয়ন্স লিগে খেলার। সে হারটা আগামী মৌসুমে ইউরোপসেরার আসরে খেলার সম্ভাবনাও শেষ করে দিতে পারে দলটির।
এমন পারফর্ম্যান্সকে লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্ত লিখেছে, ‘কোনো সাহস নেই, কোনো খেলা নেই, কোনো পরিচয়ও নেই।’ রোনালদোকে নিয়ে পত্রিকাটি লিখেছে, ‘রোনালদোর ভূত খেলছে জুভেন্তাসে’। লেখারই তো কথা! প্রতিপক্ষ বিপদসীমায় একটি বারও বল ছুঁতে পারেননি। দুটো শট নিয়েছেন, যার একটিও ছিল না লক্ষ্যে।
এমন হলে তো যে কোনো ফরোয়ার্ডেরই তোপের মুখে পড়ার কথা, সেখানে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো, শেষ এক যুগে দ্বৈত শাসনে যার ভাগও ছিল! তাই তো তার সম্পর্কে পত্রিকাটি আরও লিখেছে, ‘সে ফাঁকা জায়গা খুঁজে বের করার চেয়ে উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেরিয়েছে, সঙ্গে মোরাতা থাকার পরেও।’
এই ম্যাচে এমন পারফর্ম্যান্সের ফলে জুভেন্তাসে তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে বেশ। শেষ কয়েক মাস ধরেই কথা হচ্ছিল, তবে চলতি সপ্তাহে যেন ইতালীয় গণমাধ্যমে আলোচনার বাঁধ ভেঙে গেছে। ২০২২ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, আগামী মৌসুমেই তাকে দেখা যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডে। তার এজেন্ট হোর্হে মেন্দেসের সঙ্গে নাকি প্রিমিয়ার লিগের দলটির আলোচনাও হয়েছে বেশ ক’বার।
আবার কিছু প্রতিবেদন বলছে, তার প্রত্যাবর্তন হতে পারে স্পোর্তিং লিসবনে। এমন কোনো সিদ্ধান্তে তার পরিবারেরও সম্মতি মিলতে পারে বলে ধারণা পাওয়া যাচ্ছে।
এনইউ