দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের শুভসূচনা
হাঙ্গেরির বুদাপেস্টে শুভসূচনা করেছে বাংলাদেশ। ওপেন ও মহিলা উভয় বিভাগেই প্রথম রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশ।
ওপেন বিভাগে চার বিভাগের চার বোর্ডই বাংলাদেশের দাবাড়ুরা জিতেছেন। দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও ফিদে মাস্টার মনন রেজা নীড় লেস্থোর (Lesotho) চার দাবাড়ুকে হারান। গ্রান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এই রাউন্ডে রিজার্ভ খেলোয়াড় ছিলেন।
নারী বিভাগেও বাংলাদেশের চার দাবাড়ু সেন্ট লুসিয়ার চার দাবাড়ুকে পরাজিত করেন। দুই বোন ওয়াদিফা, ওয়ালিজা, জাতীয় মহিলা চ্যাম্পিয়ন নোশিন আনজুম ও নুসরাত জাহান আলো স্ব স্ব বোর্ডে জেতেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ প্রথম রাউন্ডে বিশ্রামে ছিলেন।
দলগত দাবায় পাঁচ জনের দল। চার জন বোর্ডে খেলেন। প্রথম রাউন্ডে বাংলাদেশের দুই দল তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছিল। আজ দ্বিতীয় রাউন্ডে ওপেন বিভাগে প্রতিপক্ষ ভিয়েতনাম ও নারী বিভাগে রোমানিয়া।
এজেড/এইচজেএস