দাবা অলিম্পিয়াডে দুই বিভাগেই হার বাংলাদেশের
দাবা অলিম্পিয়াডে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ওপেন ও মহিলা দুই বিভাগেই হেরেছে। হাঙ্গেরীর বুদাপেস্টে বাংলাদেশ উভয় বিভাগে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় রাউন্ডে হোঁচট খেয়েছে।
ওপেন বিভাগে বাংলাদেশ ০.৫-৩.৫ পয়েন্টে ভিয়েতনামের কাছে হেরেছে। বাংলাদেশের চার দাবাড়ুর মধ্যে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ শুধুমাত্র ড্র করতে সক্ষম হয়েছেন। আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ফিদে মাস্টার মনন রেজা নীড় ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হেরেছেন।
মহিলা বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল রোমানিয়া। রোমানিয়ার বিপক্ষে বাংলাদেশ ১-৩ পয়েন্টে হেরেছে। চার বোর্ডের মধ্যে দুই বোর্ডে হেরেছে বাংলাদেশ। নোশিন আঞ্জুম ও ওয়াদিফা আহমেদ ড্র করেন আর নুসরাত জাহান আলো ও ওয়ালিজা আহমেদ হারেন।
দলগত দাবায় চার জন চার বোর্ডে খেলেন। প্রতি বোর্ডে জয়ী হলে এক পয়েন্ট আর ড্র হলে আধা পয়েন্ট। বাংলাদেশ গত পরশু প্রথম রাউন্ডের খেলায় উভয় বিভাগে ৪-০ পয়েন্টে জিতেছিল। গতকাল দ্বিতীয় রাউন্ডে কোনো বিভাগেই কোনো বোর্ডে জয় আসেনি।
এজেড/এইচজেএস