ফেরা হলো না বাটলারের, ইংল্যান্ডের নতুন অধিনায়কের নাম ঘোষণা
দ্য হানড্রেডের চোটটা ঠিক এতটা গুরুতর হবে সেটা হয়ত ভাবতেও পারেননি ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ তো মিস করেছেনই। এবার ওয়ানডে সিরিজেও থাকা হচ্ছে না বাটলারের। এখনও চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় ওয়ানডে সিরিজে দেখা যাবে না ইংল্যান্ডের সাদা বলের নিয়মিত অধিনায়ককে। এর আগে টি-টোয়েন্টি সিরিজেও চোটের কারণে খেলেননি তিনি।
টি-টোয়েন্টিতে বাটলারের অনুপস্থিতিতে ইংল্যান্ডের নেতৃত্বে ছিলেন ফিল সল্ট। আর ওয়ানডে সিরিজে বাটলারের বদলে অধিনায়ক হচ্ছেন হ্যারি ব্রুক। প্রথমবারের মত ইংলিশদের নেতৃত্বে দেখা যাবে ব্রুককে। এদিকে বাটলারের চোটে কপাল খুলেছে লিয়াম লিভিংস্টোনের। ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়া লিভিংস্টোনকে এবার স্কোয়াডে ডেকেছে ইংল্যান্ড। এছাড়া কিছুটা চোটসমস্যা থাকায় ওয়ানডে দলে থাকছেন না পেসার জশ হালও।
অবশ্য হ্যারি ব্রুকের অধিনায়ক হওয়ার গুঞ্জন বেশ অনেকদিন ধরেই বাতাসে ভাসছিল। বাটলার পরবর্তী যুগে ইংল্যান্ডের ভবিষ্যত অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে হ্যারি ব্রুককে। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন তিনি। আর সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ওলি পোপের ডেপুটি ছিলেন ব্রুক।
এ ছাড়া সবশেষ দ্য হান্ড্রেডে নর্দান সুপারচার্জার্সের হয়ে অধিনায়কত্ব করেছেন। ২০২২ টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারকে চার ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। বাটলারের পাশাপাশি ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না পেসার জশ হালের। পাকিস্তান সফরের কথা মাথায় রেখে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ইসিবি।
আরও পড়ুন
বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পাওয়া লিভিংস্টোন ভালো করেছেন অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে ৮৭ রানের ঝলমলে এক ইনিংস খেলে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। এর আগে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, ওলি স্টোন, রিস টোপলি, জন টার্নার
জেএ