সিরিজ ভাগাভাগি করল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
প্রথম ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছিল অস্ট্রেলিয়া। তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচেই অজিদের হারিয়ে সিরিজে সমতা ফেরায় ইংলিশরা। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। তবে বৃষ্টিতে সেটি ভেসে গেছে। তাতে সিরিজ ভাগাভাগি করেছে দুই দল।
মুষলধারে বৃষ্টির কারণে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচের একটি বলও হতে পারেনি। মাঠে গড়াতে পারেনি টসও।
দল দুটি এখন লড়বে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। ট্রেন্ট ব্রিজে ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি চার ম্যাচ হবে ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় থেকে পঞ্চম ওয়ানডে হবে যথাক্রমে লিডস, চেস্টার লে স্ট্রিট, লর্ডস ও ব্রিস্টলে।
আসন্ন এই ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক জস বাটলার চোট থেকে সেরে না ওঠায় ওয়ানডে সিরিজে ব্রুককে ভারপ্রাপ্ত অধিনায়ক করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এইচজেএস