ভারতে শুভ-অমিতের অন্যরকম ঈদ

সাবেক জাতীয় হকি খেলোয়াড় ও বিকেএসপির কোচ মওদুদুর রহমান শুভ ভারতে কোচিং কোর্স করতে গিয়ে আর ফিরতে পারছেন না। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ ও বাফুফের হেড অফ মিডিয়া আহসান আহমেদ অমিত চিকিৎসা করাতে গিয়ে আটকে আছেন। দেশের ক্রীড়াঙ্গনের দুই ব্যক্তির ঈদ কাটাতে হচ্ছে ভারতেই।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাই) অধীনে ‘স্পোর্টস ডিপ্লোমা ইন কোচিং’ কোর্স করতে ১৩ এপ্রিল ভারত গিয়েছিলেন হকির দুই কোচ মওদুদুর রহমান শুভ, মশিউর রহমান বিপ্লব ও টেবিল টেনিসের তীর্থ। ২৬ এপ্রিল থেকে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ। এর আগের দিনই বিপ্লব সড়কপথে বাংলাদেশে পৌঁছান। শুভ’র কোর্স শেষ হয়েছে ২ মে। কোর্স শেষ হলেও তিনি আসতে পারছেন না।
শুভর কোর্সের সেন্টার ছিল ভারতের পাতিয়ালায়। তিনি পাতিয়ালা থেকে কলকাতায় চলে গেছেন। দেশে ফেরার জন্য উদগ্রীব শুভ বলেন, ‘বিকেএসপি, হকি ফেডারেশন আমার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। আশা করি কয়েকদিনের মধ্যে দেশে ফিরতে পারব।’ খেলোয়াড় হিসেবে দেশের বাইরে ও পরিবার ছাড়া ঈদ করার অভিজ্ঞতা রয়েছে শুভর। তবে এবারের অভিজ্ঞতা হবে সবচেয়ে আলাদা, ‘জীবনের বিচিত্র এক অভিজ্ঞতার মুখোমুখি হবো। ভিন্ন প্রেক্ষাপটে বিদেশের মাটিতে একা একা ঈদ।’
ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার এখন তুঙ্গে। দিল্লিতে রয়েছেন আহসান আহমেদ অমিত। পার্শ্ববর্তী দেশ ভারতে খেলতে যাওয়া ছাড়াও বাংলাদেশের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টরা নানা কাজে গিয়ে থাকেন। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ ও ফুটবল ফেডারেশনের হেড অফ মিডিয়া অমিত ভারতে এখনও চিকিৎসাধীন রয়েছেন।
কিডনি প্রতিস্থাপনের জন্য এখনো অপেক্ষা করছেন অমিত, ‘প্রায় দেড় মাস এখানে আছি। কিডনি প্রতিস্থাপনের জন্য ডাক্তারদের বিশেষ সভা প্রয়োজন। করোনার জন্য সেই সভা বিলম্ব হচ্ছে।’ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ক্রীড়াঙ্গনের পরিচিত এই মুখ, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। যেন সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরতে পারি।’
এজেড/এটি