ময়মনসিংহে নিজ গ্রামে ৩০০ পরিবারকে জামালের ঈদ উপহার

তার জন্ম বেড়ে ওঠা ডেনমার্কে। কিন্তু বাড়ি বাংলাদেশেই। আর সেই পরিচয়টা ভুলেননি বলেই খেলছেন লাল-সবুজের প্রতিনিধি হয়ে। গ্রামের বাড়িকেও ভুলে যাননি জামাল ভূঁইয়া। জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুযোগ পেলেই চলে যান গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। এবার যেমন জাতীয় দলের ক্যাম্প স্থগিত হওয়ার পরই বাড়ি চলে গেলেন জামাল।
গ্রামের বাড়িতে রোজার ঈদ উদযাপন করবেন তিনি। সেখানেই পরিবারের মানুষদের সঙ্গে কাটাবেন বিশেষ এই দিন। বাড়ি ফিরে সবাইকে নিয়েই ঈদ আনন্দ উদযাপন করতে চাইছেন সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। নিজ গ্রামের ৩০০ দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহারও বিতরণ করলেন তিনি।
বৃহস্পতিবার জামালের এই উপহার বিতরণ করেন তার চাচাতো ভাইরা। খবরটা অবশ্য জামালই দিলেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি জানান, নিজের ও তার পরিবারের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে গ্রামের মানুষদের চাল, আলু, পেয়াঁজ, ডাল, আটা নুডলস, চিনি ও বিস্কুট বিতরণ করেছেন। যাতে সবাই আনন্দে ঈদ উদযাপন করতে পারেন।
On behalf of me and my family we are giving a Eid Package of rice, potatoes, onions, lentils, flour, noodles, sugar and...
Posted by Jamal Bhuyan on Thursday, May 13, 2021
অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও গ্রামের নিম্ন আয়ের মানুষদের পাশে ছিলেন জামাল। তবে এবার নিজে থেকে উপহার তুলে দেন। এই ঈদ আনন্দ শেষেই অধিনায়ক যোগ দেবেন ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে।
এটি