নতুন বছরে দাপুটে সিটি, জেরবার চেলসি

নতুন বছরের শুরুতে ম্যানচেস্টার সিটির অন্য রূপই দেখলো চেলসি। ম্যাচের প্রথমার্ধে তিন গোল হজম করে শেষমেশ ১-৩ গোলে হেরেছে দলটি। এদিকে পেপ গার্দিওলার সিটি চলতি মৌসুমে প্রথমবারের মতো পেয়েছে টানা তিন জয়।
অথচ স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচটায় বিপাকে পড়ার কথা ছিলো সিটির। করোনাক্রান্ত হয়ে যে দলের ছয় খেলোয়াড় ছিলেন না এই ম্যাচে! মূল খেলোয়াড়দের অনুপস্থিতিতে সমস্যার ছিটেফোটারও দেখা মিললো না এ ম্যাচে।
১৮ মিনিটে ফিল ফোডেনের পাস থেকে নিচু শটে দলকে এগিয়ে দেন ইলকায় গুন্দোয়ান। মিনিটখানেক পরই দলের ব্যবধান বাড়ান ফোডেন। বাঁ প্রান্ত থেকে কেভিন ডি ব্রুইনার ক্রস থেকে ছয় গজের বক্সে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন ইংলিশ এই মিডফিল্ডার।
৩৪ মিনিটে গোলের খাতায় নাম লেখান দ্বিতীয় গোলের যোগানদাতা ডি ব্রুইনা। প্রতি আক্রমণে রাহিম স্টার্লিংয়ের শট প্রতিহত হয় গোলপোস্টে, ফিরতি সুযোগে ছয় গজের বক্স থেকে কোনো প্রকারের ভুল করেননি বেলজিয়ান এই মিডফিল্ডার।
প্রথমার্ধে চেলসি আক্রমণও ছিল বেশ নির্বিষ। করেছে মোটে চারটি শট, যার একটা কেবল গেছে গোলমুখে। আর তাই প্রিমিয়ার লিগে অভিষিক্ত গোলরক্ষক জ্যাক স্টিভেন ম্যানসিটি গোলমুখে কাটিয়েছেন অলস সময়ই।
বিপরীত চিত্র ছিলো চেলসি গোলপোস্টে। গোলরক্ষক এদুয়ার্দ মন্ডিকে কাটাতে হয়েছে বেশ ব্যস্ত এক প্রথমার্ধ। বিরতির পরও চিত্রটা পাল্টায়নি। ডি ব্রুইনার ফ্রি কিকে রদ্রির দারুণ এক চেষ্টা যদি কোনোক্রমে না ফেরাতেন, তাহলে ব্যবধান বাড়তো আরও। এরপরই অবশ্য তিন গোলে এগিয়ে থাকা সিটি কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে, তাতে গোলের সুযোগ সৃষ্টি কমে যায়। যোগ করা সময়ে ক্যালম হাডসন ওডোইয়ের কল্যাণে ব্যবধান কমায় চেলসি। কাই হ্যাভার্টজের বাড়ানো বল থেকে সহজেই গোল পান ওডোই।
চলতি লিগ মৌসুমে ১৫ ম্যাচ খেলে এটি সিটির অষ্টম জয়। সঙ্গে পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে সিটিজেনরা উঠে এসেছে তালিকার পঞ্চম স্থানে। এক ম্যাচ বেশি খেলে সিটির সমান ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ ও ষষ্ঠ স্থানে আছে টটেনহ্যাম ও এভারটন। অন্যদিকে এই হার চেলসিকে ঠেলে দিয়েছে তালিকার অষ্টম স্থানে। ১৭ ম্যাচ থেকে দলটির সংগ্রহ ২৬ পয়েন্ট।
দিনের অন্য ম্যাচে জেমস ম্যাডিসন ও য়ুরি তিয়েলমান্সের গোলে লেস্টার ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে, এর ফলে ১৭ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে দলটি আছে প্রিমিয়ার লিগের তৃতীয় স্থানে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ৩৩ পয়েন্ট নিয়ে আছে তালিকার দ্বিতীয় স্থানে। শিরোপাধারী লিভারপুল ইউনাইটেডের সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে আছে লিগের শীর্ষে।
এনইউ /এটি