ফেদেরারের দেশে রোমান সানারা

ফিফার সদর দফতর, আন্তর্জাতিক ক্রীড়া আদালত সুইজারল্যান্ডে অবস্থিত। ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারও সুইস। তবে ক্রীড়া বিশ্বে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় প্রতিনিধি টেনিস তারকা রজার ফেদেরার। সেই রজার ফেদেরারের দেশে পৌঁছেছেন বাংলাদেশের আরচ্যাররা। বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপ খেলতে গেছেন রোমান সানারা।
রোববার (১৬ মে) ভোরে বাংলাদেশ থেকে রওনা হন রোমানরা। তুরস্কের ইস্তাম্বুলে ছিল ট্রানজিট। ইস্তাম্বুলে কয়েক ঘণ্টা বিরতি দিয়ে আবার সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন রোমানরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে সুইজারল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ আরচ্যারি দল।
করোনা সতর্কতার জন্য সুন্দর দেশ সুইজারল্যান্ড ঘুরে দেখার সুযোগ তেমন পাবেন না আরচ্যাররা। হোটেল ও ম্যাচ ভেন্যুতেই সীমাবদ্ধ থাকতে হবে তাদের। বিমানবন্দর থেকে হোটেল যাওয়ার পথে সুইজারল্যান্ডে মুগ্ধ হয়ে ভিডিও করেন দেশ সেরা আরচ্যার রোমান সানা।
এজেড/ওএফ