জর্জির অভিষেক সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার ২০০

প্রথম উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছিল ১৮ তম ওভার পর্যন্ত। চট্টগ্রাম টেস্টে সেটিই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র সাফল্য বাংলাদেশের বোলারদের।
প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষেই ম্যাচের লাগাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে তাদের সংগ্রহ ২০৫ রান। উইকেটের পতন হয়েছে কেবল একটি। দলকে ভালো শুরু এনে দেওয়ার দিনে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন টনি ডি জর্জি।
মিরপুর টেস্টে ৭ উইকেটের বড় ব্যবধানে হারের পর সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে যদিও বল হাতে এখনো তেমন ব্রেকথ্রু এনে দিতে পারছেন না বোলাররা।
আজ (মঙ্গলবার) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাটিং বান্ধব উইকেটে ব্যাট হাতে সফরকারীদের শুরুটাও হয় দাপুটে। বাংলাদেশের বোলারদের তেমন পাত্তা না দিয়ে দিনের প্রথম সেশনেই দলীয় রান একশ পার করে সফরকারী ব্যাটাররা।
দলীয় ৬৯ রানের মাথায় স্বাগতিকদের প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছিলেন তাইজুল ইসলাম। অবশ্য এক্ষেত্রে ব্যাটার মার্করাম উইকেটটা উপহার দিয়ে এসেছেন বললেও বাড়াবাড়ি হবে না।

তাইজুলের হাওয়ায় ভাসানো বল ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়েছিলেন মার্করাম। কিন্তু প্রোটিয়া ওপেনারের শেষ রক্ষা হয়নি। মিড অনে দাঁড়ানো মুমিনুল হকের হাতে ধরে পড়েন। ৫৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরত গেছেন মার্করাম। এরপর আর কোনো উইকেটের পতন হয়নি সফরকারীদের।
দ্বিতীয় সেশনে আরও নিখুঁত ব্যাটিং করেছেন সফরকারী দুই ব্যাটার ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। দুজনের জুটি থেকে এরই মধ্যে যোগ হয়েছে ২৩৫ বলে ১৩৬ রান। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর দিনে ১৫২ বলে ১০১ রানে অপরাজিত আছেন জর্জি। অন্যপ্রান্তে ফিফটি হাঁকিয়ে ইনিংস বড় করার দিকে ছুটছেন স্টাবস। তার ব্যাট থেকে এসেছে ১৩১ বলে ৬৫ রান।
এফআই