ভবিষ্যৎ ভাবনাতেই জাতীয় দলে তরুণরা

বেশ ঘটা করে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ২৪ সদস্যের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমনসহ বেশ কয়েকজন। নির্বাচকরা জানিয়েছেন, এই তরুণ ক্রিকেটারদের দলে রাখার কারণ।
করোনার প্রকোপ শুরু হলে গত মার্চে সব ধরণের ক্রিকেট বন্ধ করে দেয় বিসিবি। এরপর ঘরোয়া টুর্নামেন্ট শুরু হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি টাইগারদের। এবার সেই সুযোগ এসেছে, ঘরের মাঠে উইন্ডিজের মুখোমুখি হবে তামিম ইকবাল, সাকিব আল হাসানরা।
এর জন্য ২০ সদস্যের টেস্ট দলের পাশাপাশি ৩ ম্যাচ ওয়ানডের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল দিয়েছে বিসিবি। সেখানে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়। এই দলে শরিফুল, ইমন ছাড়াও নাসুম আহমেদ ও শেষ মেহেদী হাসান ডাক পেয়েছেন।
শরিফুল, ইমন, নাসুম, মেহেদীরা সদস্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আলো ছড়িয়েছেন। এজন্যই কি দলে ডাকা হয়েছে তাদের? -এমন প্রশ্নের জবাব দিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
সোমবার মিরপুরে গণমাধ্যমকে বাশার বলেন, ‘শুধু এই ম্যাচগুলোই না। আমরা কিন্তু এদের অনেকদিন ধরে দেখে আসছি। আমাদের হাই পারফম্যান্সের যে খেলোয়াড়গুলো দেখছেন, তারা কিন্তু দুই বছর ধরে আছে। অনূর্ধ্ব-১৯ থেকে নতুন একটা ইউনিট যুক্ত হয়েছে। ওরা এখানে সুযোগ পেয়েছে। ওদেরকে সামনে দেখব।’
শেখ মেহেদী এর আগে বাংলাদেশ দলের জার্সি গায়ে চাপিয়েছেন। ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। পেসার হাসান মাহমুদ খেলেছেন একটি টি-টোয়েন্টি ম্যাচ। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন নাসুম। তবে নাঠে নামার সুযোগ হয়নি। এবারই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পড়েছে শরিফুল ও ইমনের। তাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বচাক হাবিবুল বাশার।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘দেখুন এটা কিন্তু আমাদের প্রাথমিক স্কোয়াড। এখানে নতুন যারা আছে তারা কিন্ত এই রিসেন্ট টুর্নামেন্টটায় এবং তার আগের টুর্নামেন্টটায় ভালো করেছে। শরিফুল কিন্তু অনেক বছর ধরে ভালো খেলছে। এমনকি শরিফুল কিন্তু আমাদের এ দলেও খেলে এসেছে। এরা কিন্তু আমাদের পাইপলাইনে আছে অনেকদিন ধরে।’
হাবিবুল বাশার আরও জানচ্ছিলেন, ‘ইমন আমার দেখা সম্ভাবনাময় প্রতিভা। ওকে আমরা সুযোগ দিচ্ছি যাতে আরো দ্রুত প্রস্তুত করা যায়। ভবিষ্যতে যেন ওকে আমরা কাজে লাগাতে পারি। আমরা যে দুটো অনুশীলন ম্যাচ খেলব ১৪ আর ১৬ জানুয়ারি, সেখানেও আমাদের একটা দল গঠন করতে হবে। এই ছেলেদের আমরা সুযোগ দিচ্ছি, যাতে এদের সাথে খেলে ওরা নিজেদের প্রস্তুত করতে পারে।’
টিআইএস/এটি/ এমএইচ