ছয় বছর পর জাতীয় দলে বেনজেমা, আপত্তি নেই সেই ভালবুয়েনার

আরও ছয় বছর আগের ঘটনা। যার রেশ ধরে জাতীয় দলের বাইরে ছিটকে পড়েছিলেন করিম বেনজেমা। সতীর্থ ম্যাথু ভালবুয়েনার একটি ভিডিও পেয়ে যান দুই ব্যক্তি। দাবি করেন টাকা, সেটা ভালবুয়েনাকে দিয়ে দিতে বলেন বেনজেমা। তাতেই সন্দেহ দানা বাঁধে। রিয়াল মাদ্রিদ তারকাও জড়িত আছেন কিনা।
এই ঘটনার জেরে ছয় বছর জাতীয় দলে সুযোগ পাননি বেনজেমা। হতে পারেননি ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্যও। এতদিন দলটির কোচ দিদিয়ের দেশম বলেছিলেন তাকে ডাকলে সতীর্থদের ওপর পড়তে পারে কুপ্রভাব। সেই তিনিই এবারের ইউরোর দলে রেখেছেন করিম বেনজেমাকে।
তার দলে ফেরা নিয়ে এবার মুখ খুলেছেন যাকে নিয়ে ঘটনায় জাতীয় দলে এতদিন সুযোগ পাননি সেই ভালবুয়েনা। তিনি বলেন, ‘বেনজেমা যদি জাতীয় দলকে তার পারফরম্যান্স দিয়ে সাহায্য করতে পারে, তো সেটা তার জন্যও ভালো, ফ্রান্সের জন্যও ভালো, যা হওয়ার খেলার মাঠেই হবে। এটা কোচের সিদ্ধান্ত।’
তিনি আরও বলেন, ‘দেশম কি বেনজেমাকে দলে ডাকার আগে আমাকে জানিয়েছে? না। সত্যি বলতে কি, আমি আশাও করিনি যে তিনি আমাকে জানাবেন। আমি আমার নিজের জীবন নিয়ে খুশিই আছি। এখনো খেলে আনন্দ পাই আমি। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার।’
এমএইচ