সন্ধ্যায় মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে। ফুটবলের এই দুই পরাশক্তি ক্রিকেটে বেশ পিছিয়ে। কখনো বিশ্বকাপ খেলতে পারেনি তাদের কেউই। তবে বরাবরই তারা অংশ নেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উপ আঞ্চলিক বাছাই পর্বে।
আমেরিকা থেকে উপ আঞ্চলিক বাছাই পর্বে আজ নিজ নিজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলের জন্যই আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
উপ আঞ্চলিক বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আজ আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ বেলিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
একই প্রতিযোগিতায় আজ মাঠে নামবে ব্রাজিল। উপ আঞ্চলিক বাছাই পর্বে সেলেসাওদেরও এটি দ্বিতীয় ম্যাচ। ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
আমেরিকা থেকে উপ আঞ্চলিক বাছাই পর্বে এখনও পর্যন্ত একটি করে ম্যাচ খেলেছে দুই দলই। জয়ের দেখা পায়নি কেউই। আর্জেন্টিনার ম্যাচটি অবশ্য মাঠে গড়ায়নি। বাতিল হয়েছে। ১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে তারা। অন্যদিকে ব্রাজিলের নামের পাশে কোনো পয়েন্ট নেই। ৮ দলের এই তালিকায় তারা আছে তলানিতে।
এইচজেএস