ক্যারিবীয়দের বিপক্ষে স্মরণীয় ওয়ানডে সিরিজের লক্ষ্য মিরাজের
টেস্ট সিরিজ শেষে এবার ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টায় মেহেদী হাসান মিরাজের দল মাঠে নামবে। টাইগারদের জন্য এবারের সিরিজটি বেশ চ্যালেঞ্জিং। কেননা নিয়মিত কয়েকজন ক্রিকেটার নেই এই সিরিজে। ইনজুরির কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
তবে ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজ জানালেন যারাই সুযোগ পাবে, তারা যেন নিজেদের মেলে ধরতে পারে। এমনকি এই সিরিজ স্মরণীয় করে রাখার কথা জানালেন তিনি, ‘ওভারঅল আমি মনে করি আমাদের এই দলের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং সিরিজ। কারণ অনেক খেলোয়াড় নেই, অনেকে ইনজুরিতে। তো যারা আছে তাদের জন্য একটা সুযোগ। যারা সুযোগ পাবে তারা যেন সিরিজটি স্মরণীয় করে রাখতে পারে।’
অতীতে কী হয়েছে সেটা মনে রাখতে চান না অধিনায়ক মিরাজ। বর্তমানে সবাই সবার পাশে থাকার কথাই জানালেন টাইগার অধিনায়ক, ‘আমরা বিগত দিনে কী খেলেছি না খেলেছি, তার মূল্য নেই এখানে। আমাদের জন্য ভালো একটা সুযোগ আছে। আমরা সবাই সবার পাশে থাকব। সবাই যখন সবাইকে সাপোর্ট করব, দল হিসেবে খেলতে পারব, তাহলে ফলও পাব ভালো।’
আরও পড়ুন
টেস্টের পর বাংলাদেশের ওয়ানডে সিরিজের স্কোয়াডেও নেই মুশফিকুর রহিম ও শান্ত। দুজনেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। এ ছাড়া সাকিব আল হাসান দলে থেকেও নেই ভারত সিরিজের পর থেকে। এমনকি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ–ও অনিশ্চিত! এই অবস্থায় প্রায় তরুণ দল নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে টাইগাররা।
এখন পর্যন্ত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ফরম্যাটটিতে ১১ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল। যার মধ্যে টাইগাররা ৬টিতে জিতেছে। সাম্প্রতিক পরিসংখ্যানও লাল-সবুজের প্রতিনিধিদের পক্ষে। তারা সর্বশেষ টানা চারটি ওয়ানডে সিরিজেই জিতেছে। এর মধ্যে দুটি আবার ছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ফলে এবার ক্যারিবিয়ানে হ্যাটট্রিক সিরিজ জয়ের সুযোগ মিরাজদের সামনে।
এসএইচ/এএইচএস