বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তৎপরতা বড় তিন ক্লাবের, মোদি-মমতাকে চিঠি

‘বাংলাদেশ থেকে প্রচুর ফোন ও মেইল আসছে’—দাবি করে দিন কয়েক আগে বিবৃতি দিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল। এবার প্রতিবেশী রাজ্যটির আরও দুটি প্রাচীন ক্লাব মোহামেডান ও মোহনবাগানও সরব হলো।
গত কয়েক মাস ধরেই বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটছিল। যার সর্বশেষ রূপ দেখা যায় গেল নভেম্বরে এক সময়ের সন্ন্যাসী এবং বর্তমানে বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরনী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ‘কথিত’ নির্যাতনের অভিযোগে সরব ভারত। অন্যদিকে, প্রতিবেশী দেশটির অভিযোগ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকার।
কদিন আগেই ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্র হিন্দুত্ববাদীরা তাণ্ডব চালিয়েছে। এদিকে, আগরতলায় হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশেও প্রতিবাদ জারি রয়েছে।
তৎপরতা পশ্চিমবঙ্গের তিন ক্লাবের
পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবে বাংলাদেশ যোগ রয়েছে। লাল-হলুদের অধিকাংশ সমর্থকের ‘শিকড়’ বাংলাদেশে। এ দেশ থেকে অনেকে ক্লাবটির সঙ্গে যোগাযোগ করেছে বলে সম্প্রতি দাবি করে প্রতিবাদ জানিয়েছিল তারা।
ইস্টবেঙ্গলের বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সমর্থকদের অধিকাংশেরই পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। আমাদের অনেক সমর্থকের পরিবার, আত্মীয়স্বজন দেশভাগের আগে এবং পরবর্তী সময়ে এবং ‘৬০-এর দশকের শেষের দিকে এবং ‘৭০-এর দশকের প্রথম দিকে এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন।’
আরও পড়ুন
বাংলাদেশ থেকে প্রচুর ফোন ও মেইল আসছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আমরা তাদের থেকে প্রচুর ফোন এবং মেইল পাচ্ছি, যেখানে তারা আমাদেরকে এই বিষয়টি যথাযথ জায়গায় উত্থাপন করার অনুরোধ জানিয়েছেন। এমনকী আমাদের সমর্থকরা যারা পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছেন তারাও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’
এদিকে, একদিন আগেই গতকাল (মঙ্গলবার) হিন্দু নিপীড়ন বন্ধের দাবিতে বাংলাদেশের হাইকমিশনে ডেপুটেশন দেওয়ার কথা জানিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান সভাপতি আমিরউদ্দিন ববি শিগগিরই কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটেশন জমা দেওয়ার কথা জানিয়েছিলেন।
তিনি বলছিলেন, ‘আমরা এই ঘটনার নিন্দা করছি। এই বার্তা নিয়েই ক্লাবের পাঁচ সদস্যের প্রতিনিধি দল কলকাতার ডেপুটি হাইকমিশনে যাবে। সেখানে ডেপুটেশন জমা দেওয়া হবে।’ এবার সেই তালিকায় যোগ হলো আরেক ক্লাব মোহনবাগানও।
বাংলাদেশে কথিত হিন্দু নিপীড়নের প্রতিবাদে চিঠি দিচ্ছে মোহনবাগান। চিঠি পাঠানো হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। সবুজ মেরুনের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, নব্বইয়ের দশকে কলকাতার ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে জড়িয়েছিলেন বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্না। শুধু তিনি-ই নন, ওই সময় ইস্ট বেঙ্গলে খেলেছিলেন শেখ মোহাম্মদ আসলাম, গোলাম গাউস, রিজভী করিম রুমির মতো ফুটবলাররা। সর্বশেষ ক্লাবটির নারী দলের হয়ে খেলেছেন সানজিদা আক্তারও।
এফআই