৩২ কোটি টাকায় বিসিবির স্পন্সরশিপ কিনল আলেশা, ওয়ালটন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপুল অর্থের কথা শোনা যায় প্রায়ই। এই অর্থের বেশির ভাগই আসে স্পন্সরশিপ ও টিভি স্বত্ব থেকে। কিছুদিন আগেই ১৬১ কোটি টাকায় টিভি স্বত্ব বিক্রি করেছে বিসিবি। এবার নিজেদের স্পন্সরশিপ স্বত্ব বিক্রি করেছে তারা।
২০২৩ সালের অক্টোবর পর্যন্ত এই স্বত্ব কিনেছে ইমপ্রেস-মাত্রা। এরপর তারা বিক্রি করেছে আলেশা হোল্ডিংস লিমিটেডকে। তারা দিচ্ছে ৩২ কোটি ৫৫ লাখ টাকা। রোববার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ থেকেই কার্যকর হবে এই স্পন্সরশিপ স্বত্ব।
২৬ কোটি টাকা ফ্লোর প্রাইজ নির্ধারণ করে বিসিবি। তাদের কাছ থেকে ৩২ কোটি ৫৫ লাখ টাকায় হোম সিরিজের টাইটেল স্পন্সর স্পন্সরশিপ স্বত্ব কিনে নেয় ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। বিজ্ঞাপনী এ সংস্থার থেকে স্পন্সরশিপ কিনে নেয় আলেশা হোল্ডিংস এবং ওয়ালটন।
এই সিরিজের নাম হবে ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- প্রেজেন্টেট বাই আলেশা মার্ট, পাওয়ার্ড বাই ওয়ালটন।’ ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত প্রধান টাইটেল স্পন্সর হিসেবে থাকবে আলেশা হোল্ডিংস লিমিটেডের কোনো পণ্য এবং সহযোগী হিসেবে থাকবে ওয়ালটনের কোনো পণ্য।
এই সময়ে বাংলাদেশের ৯টি হোম সিরিজের সূচি রয়েছে। যেখানে ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা আছে টাইগারদের।
আজ (শনিবার) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে টাইটেল স্পন্সরের নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, আলেশা হোল্ডিংস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর নাহিদ জাহান ও ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম।
স্পন্সর হওয়ার পর নাহিদা জাহান বলেন, ‘আলেশা মার্ট বাংলাদেশের বাজারে ভোক্তাদের সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। ক্রিকেট এমন একটি মঞ্চ যেখানে বাংলাদেশের সবাই এক হয়ে কাজ করে। ক্রিকেটকে আরও একধাপ এগিয়ে নিতে, বাংলাদেশ ক্রিকেট দলকে অনুপ্রাণিত করতে আলেশা হোল্ডিংস আগামী দুই বছর সম্পৃক্ত থাকবে।’
এমএইচ/এটি