মাহমুদউল্লাহর ২৪তম ফিফটি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করা বাংলাদেশ দল যখন ১০০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছে, তখন উইকেটে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিমের সঙ্গে পার্টনারশিপ গড়ে দলের হাল ধরেন তিনি। বলের সঙ্গে পাল্লা দিয়ে দলের রান বাড়াতে থাকেন মাহমুদউল্লাহ। সঙ্গে বাড়তে থাকে তার ব্যক্তিগত রান। সাবলীল ব্যাটিংয়ে এক ফাঁকে ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম ফিফটি তুলে নেন এই ডানহাতি ব্যাটসম্যান।
ইনিংসের ৪৫তম ওভারে লঙ্কান পেসার ইসুরু উদানার করা বল ডিপ এক্সটা কাভারে পাঠিয়ে ২ রান নিয়ে ফিফই পূর্ণ করেন মাহমুদউল্লাহ। ৬৯ বলের ইনিংসটি সাজান ২টি চার ও একটি ছয়ের মারে।
এর আগে বাংলাদেশ দলের শুরুটা নড়বড়ে হলেও তামিমের ব্যাটে বড় রানের দিকে ছুটতে থাকে স্বাগতিকরা। তবে ব্যক্তিগত ফিফটি তুলে ৫২ রান করে আউট হন তামিম। ধনঞ্জয়া ডি সিলভার পরের বলেই সাজঘরে ফেরে নতুন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। দ্রুত উইকেট হারিয়ে যখন বিপাকে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা, তখন উইকেটে আসেন মাহমুদউল্লাহ।
লঙ্কানদের বিপক্ষে এ ম্যাচে মাহমুদউল্লাহর আগে অর্ধশতকের দেখা পেয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তামিম ৫২ রানে ফিরলেও শতকের দিকে ছুটছেন মুশফিক।
টিআইএস