৩ ম্যাচে ২ ডাবল সেঞ্চুরি মুস্তাফিজের সাবেক সতীর্থের

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। সেই আসরে একই দলের হয়ে খেলেছিলেন সামির রিজভি। এই মিডল অর্ডার ব্যাটার ভারতের অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফির ম্যাচে এবার ব্যাট হাতে রীতিমতো উড়ছেন। তার খেলা সর্বশেষ তিন ম্যাচে দুইটায় করেছেন ডাবল সেঞ্চুরি।
ভারতের একদিনের ম্যাচের টুর্নামেন্ট অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফির ম্যাচে বুধবার বিদর্ভের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন রিজভি। ৪০৭ রানের লক্ষ্য তাড়ায় ১০৫ বলে অপরাজিত ২০২ রানের ইনিংস খেলেছেন রিজভি। ১৮ ছক্কা ও ১০ চারে সাজানো ছিল তার ইনিংসটি।
আরও পড়ুন
অধিনায়কের এমন বিস্ফোরক ইনিংসে উত্তর প্রদেশ পেরিয়ে যায় ৪১.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়। তৃতীয় উইকেটে শোয়েব সিদ্দিকির সঙ্গে ১৭৩ বলে অবিচ্ছিন্ন ২৯৬ রানের জুটি গড়েছিলেন রিজভি। শোয়েব অপরাজিত থাকেন ৭৩ বলে ৯৬ রান করে।

এর আগে গত শনিবার ত্রিপুরার বিপক্ষেও ডাবল সেঞ্চুরি করেন রিজভি। ৯৭ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যেখানে ২০ ছক্কা ও ১৩টি চারের মার ছিল। সেদিন একটি রেকর্ডও গড়েন তিনি। অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফির ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তি ছিল তার সেই ইনিংসটি।
অবশ্য পরের ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে রান পাননি তিনি। ৭ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক। কিন্তু পরের ম্যাচেই এবার আবারও ডাবল সেঞ্চুরি করলেন। অর্থাৎ তিন ম্যাচে দুই ডাবল সেঞ্চুরি করলেন রিজভি।
এখন পর্যন্ত আসরে ৬ ইনিংসে ৭২৮ রান করেছেন রিজভি। যেখানে তার ব্যাটিং গড় ২৪২.৬৭ এবং ব্যাটিং করেছেন ১৭২.৫১ স্ট্রাইক রেটে।
এইচজেএস