লিটনের সেঞ্চুরির কৃতিত্ব সঞ্চিতা আর শাহীনের

চলমান বিপিএলে ব্যাট হাতে শুরুর কয়েকটি ম্যাচে রান পাননি লিটন দাস। বাদ পড়েছিলেন নিজের দল ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকেও। এরপর ফিরে এসে খেলেছিলেন ৭৩ রানের ইনিংস। সবশেষ গতকাল দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলেছেন ১২৫ রানের অপারিজত ইনিংস।
সিলেটের এই মাঠে খেলেছিলেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস। এরপর গতকাল পেলেন রেকর্ডগড়া আরেক সেঞ্চুরি। বাংলাদেশি ব্যাটারদের মাঝে বিপিএলে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন লিটন কুমার দাস। পরে ১৪৯ রানের বড় ব্যবধানে জয়লাভ করে ঢাকা দল।
খারাপ সময় কাটিয়ে সেঞ্চুরি তুলে নেওয়ার পর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন জানান, ‘সবার আগে আমি ভগবানকে ধন্যবাদ দিতে চাই। আসলে আমি অত বিগ হিটার নই। না (হাসি) আমি বিগ হিটার না। আমার ইনিংসে চার বেশি থাকে সবসময়। আজকে আমার দিন ছিল আমি চেষ্টা করেছি কাজে লাগাতে।’
আরও পড়ুন
লিটন এরপরেই কৃতজ্ঞতা জানালেন দুজনকে, ‘আমি আরও কিছু বলতে চাই। গত কিছুদিনে আমি সেভাবে ছন্দে ছিলাম না। এই সময়ে আমাকে আমার স্ত্রী আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। তাকেও ধন্যবাদ জানাই। আমাদের দলে একজন টিম বয় আছেন, তিনিও অনেক অনুপ্রেরণা দিয়েছেন। ফলে শাহীনকেও অনেক ধন্যবাদ।’
শাহীনের সঙ্গে লিটনের কাজ করার অভিজ্ঞতা অবশ্য আরও বেশ কয়েকবছর আগে থেকেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দিন থেকেই লিটনের প্র্যাকটিসে থ্রোয়ার তিনি। শাহীনের প্রেরণা নিয়ে লিটনের মন্তব্য, ‘শাহীন দলে আমাদের আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। সে গত তিন-চার বছর কুমিল্লার সঙ্গে ছিল, আমার খেলাটা দেখছে। যারা এ রকম নিয়মিত প্র্যাকটিস করায়, তারা কিন্তু ছোট ছোট তথ্য দিতে পারে।’
এসএইচ/জেএ