চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনকে না দেখে অবাক ক্যারিবিয়ান কিংবদন্তী

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি লিটন দাসের। টাইগার এই উইকেটকিপার ব্যাটারের বাদ পড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। স্কোয়াডে জায়গা হারানোর দিনেই ব্যাট হাতে সিলেটে তাণ্ডব চালিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। বিপিএলের ম্যাচে ৫৫ বলে ১২৫ রানের টর্নেডো ইনিংস খেলেছেন তিনি। অনেকে যেটিকে পাল্টা জবাব হিসেবেও দেখছে।
আজ (সোমবার) সিলেটে ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। জানালেন লিটন দলে না থাকায় অবাক হয়েছেন তিনি।
বিপিএলে ধারাভাষ্য দিতে আসা অ্যামব্রোস বলেন, ‘আমি জানি সে (লিটন) দলে জায়গা পায়নি। দারুণ একটি ইনিংস খেলেছে সে। বাংলাদেশের নির্বাচকরা তাকে জায়গা দিতে পারে কি না, কারণ সে দারুণ ফর্মে আছে। ক্লাস প্লেয়ার। আমি কিছুটা অবাক হয়েছি এটা দেখে। তবে নির্বাচকরা তাদের কাজ করছে।’
অ্যামব্রোস আরও বলেন, ‘ক্লাস প্লেয়ার সে। শুরুর দিকে রান পায়নি সে। হয়তোবা এটি কারণ হতে পারে। সে কিছুটা সংগ্রাম করেছে। নির্বাচকরা সবসময় পারফরম্যান্সে নজর রাখবেন। যদি কেউ যথেষ্ট ভালো হয়ে থাকে, সামর্থ্য থাকে, তখন ফর্মে না থাকলেও নিতে চাইবেন অনেক সময়। তবে আমি তো আর নির্বাচক নই। সবসময় ফর্মের কথা আর পরিসংখ্যান দেখার বিপক্ষে আমি, একজন সাবেক ক্রিকেটার হিসেবে বলছি।’
এদিন টাইগার স্পিডস্টার নাহিদ রানাকে নিয়ে অ্যামব্রোস বলেন, ‘প্রথম কথা হচ্ছে তার বলে গতি আছে। আমার অভিজ্ঞতা বলে, যাদের বলে গতি থাকে তাদের সবাই অনেক সাবধানে খেলে। সে এখনও শিখছে। মাত্র ক্যারিয়ার শুরু করল। আমি বিশ্বাস করি সে অনেক দিন বাংলাদেশের ক্রিকেটকে সার্ভ করে যাবে। গ্রেট পেসার হতে হলে কিছু উপাদান থাকতে হবে। ২ মিনিটে এসব ব্যাখ্যা করা যাবে না। তার সাথে দেখা হলে তাকে আমি বলব সবকিছু। ভবিষ্যতের জন্য দারুণ সম্পদ।’
পিএসএলে পেশোয়ার জালমি দলে রেখেছে রানাকে। এ ব্যাপারে অ্যামব্রোস বলেন, ‘আমি কিছুটা চিন্তিত তার বেশি খেলা নিয়ে। তরুণ সে। এখনও উন্নত করছে। তাকে এত দ্রুত অতিরিক্ত ম্যাচ খেলানো উচিত নয়। কারণ তার শরীর এখনও উন্নতি করছে। আপনি চাইবেন না ভালোভাবে শুরু করার আগেই সে ফুরিয়ে যাক। ফলে ভালোভাবে ম্যানেজ করতে হবে তাকে।’
এসএইচ/এফআই