পিএসএলে খেলতে যাবেন তো লিটন-নাহিদরা? যা জানাল বিসিবি

সোমবার লাহোর কেল্লা অনুষ্ঠিত হয়েছে আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছিলেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। নাম ছিল ৩৯ বাংলাদেশি ক্রিকেটারের। তবে প্লাটিনাম ক্যাটাগরিতে অবিক্রিত ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনের প্রতি আগ্রহ দেখায়নি কেউই।
তবে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। লিটন দাস, রিশাদ হোসেন এবং নাহিদ রানাকে দলে টেনেছে তিন পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি। তবে দল পেলেও খেলবেন তো টাইগার এই ক্রিকেটাররা? ভক্ত-সমর্থকদের মনে এমন প্রশ্নটাই উঁকি দিচ্ছে বারবার। কারণ অতীতে অনেক ক্রিকেটার বিদেশি লিগে দল পেলেও খেলার সুযোগ পেয়েছেন খুবই কম।
তবে এই তিন ক্রিকেটারের খেলা নিয়ে ইতিবাচক বিসিবি। দল পাওয়ার পর ক্রিকেটারদের খেলার অনুমতি মিলবে কি না প্রশ্নে যোগাযোগ করা বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে। ঢাকা পোস্টকে তিনি বলছিলেন, ‘প্রথমে জানবো তারপরে আলাপ করব বোর্ডের সাথে। পরে ক্রিকেটারদের সাথে আলাপ করব। মেডিকেল টিমের সাথে আলাপের একটা বিষয় আছে। তারপর এটা সিদ্ধান্ত হবে আর কি।’
বিসিবি অবশ্য এবার ইতিবাচকভাবে দেখবে জানালেন ফাহিম, ‘তবে আমাদের তো ইচ্ছা আছে কোন সমস্যা না থাকলে ভালো টুর্নামেন্ট খেলতে গেলে ওদের জন্যই ভালো হবে। ইচ্ছা তো অবশ্যই আছে কোনো দিক থেকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই যাবে। ইতিবাচকভাবে দেখব আমরা।’
বোর্ডের এই পরিচালকের ভাষ্য, সুযোগ থাকলে সেটা খেলোয়াড়দের দিতে চায় বিসিবি, ‘কোনো কিছু সমস্যা না থাকলে, যেটাতে ক্রিকেটের লাভ হবে সেটা আমরা করব। এখানে ব্যক্তিগত কোনো ব্যাপার তো নাই। যদি এমন হয় যে একটা টুর্নামেন্টে খেললো সেই টুর্নামেন্টের মানটা মোটেও ভালো না। লোড ম্যনেজমেন্ট ভালো না। বা কাছেই জাতীয় দলের একটা প্রোগ্রাম আছে সেক্ষেত্রে আমাদের অন্য ধরনের চিন্তা করতে হবে। অন্যভাবে যদি আমাদের সুযোগ থাকে বেনিফিট থাকে অবশ্যই আমরা সেই সুযোগটা নিব।’
আরও পড়ুন
চলতি বছর পিএসএল হতে পারে এপ্রিলের ১০ তারিখ থেকে মে মাসের শেষ পর্যন্ত। সেই সময় জাতীয় দলের সূচি ফাঁকাই থাকছে। এরপরেই আছে পাকিস্তানের সঙ্গে সাদা বলের সিরিজ। জাতীয় দলের সঙ্গে খেলা না থাকায় পিএসএলে দেশি তারকাদের আশা করতেই পারে বিসিবি।
এসএইচ/জেএ