এলোমেলো গার্দিওলার জীবন, ভাঙলো ৩০ বছরের সংসার!

মাঠের খেলায় চলতি মৌসুমটা ব্যক্তিগত ইতিহাসের সবচেয়ে বাজেভাবে কাটছে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার। ১৮ বছর পর প্রথমবার টানা পাঁচ ম্যাচ হেরেছে সিটি, যা খেলোয়াড় এবং কোচ দুই ভূমিকায় গার্দিওলার ক্যারিয়ারে প্রথম। নতুন বছরে ৩ জয় পাওয়ার আগে সর্বশেষ ১৩ ম্যাচে তার দল মাত্র একটি ম্যাচে জয় ও ৯টিতে হারে। এরই মাঝে এসেছে ব্যক্তিগত বিপর্যয়, ৩০ বছরের সংসার ভেঙেছে গার্দিওলার!
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পিরিওডিকো’ এবং যুক্তরাজ্যের ‘দ্য টেলিগ্রাফ’ এই তথ্য জানিয়েছে। ২০১৪ সালে বার্সেলোনায় ক্রিস্টিনা সেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। তবে দুজনের যৌথযাত্রা শুরু হয় ১৯৯৪ সাল থেকে। এর ২০ বছর পর গার্দিওলা ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে গাঁটছড়া বাধেন। তাদের সংসার ভাঙার খবরটি প্রথম সামনে আনে স্প্যানিশ সংবাদমাধ্যম। পরে টেলিগ্রাফের পক্ষ থেকে ম্যানসিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্প্যানিশ সংবাদমাধ্যমে জানা গেছে, গার্দিওলা-ক্রিস্টিনার সংসারে মারিয়া (২৪), মারিয়াস (২২) ও ভ্যালেন্টিনা (১৭) নামে তিন সন্তান রয়েছে। কোচিংয়ের সুবাদে গার্দিওলা ইংল্যান্ডের ম্যানচেস্টারে অবস্থান করলেও, স্ত্রী সেরা সন্তানদের নিয়ে বার্সেলোনায় থাকছেন। গত বছর দুজনের একসঙ্গে কিছু ছবি সামনে এসেছিল। এরপর ডিসেম্বরেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। যদিও বিষয়টি নিয়ে তাদের বন্ধু এবং স্বজন কেউই কোনো মন্তব্য করেননি।

ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ গার্দিওলা। যার বেশিরভাগ বড় সাফল্যের অংশীদার ছিলেন তার স্ত্রী ক্রিস্টিনা সেরা। ২০২৩ সালের জুনে ইন্টার মিলানকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে সিটি। যার মাধ্যমে গার্দিওলার দলটি শিরোপার ট্রেবলও নিশ্চিত করে। দলীয় সেই সাফল্যের মঞ্চে গার্দিওলা-ক্রিস্টিনা দম্পতিকে একসঙ্গে দেখা যায়। পরে জুলাইয়ে টেনিসের বৈশ্বিক প্রতিযোগিতা উইম্বলডনেও হাজির হয়েছিলেন এই দুজন।
আরও পড়ুন
গত বছরের জানুয়ারিতে নিজের স্ত্রীকে নিয়ে গার্দিওলা বলেছিলেন, ‘বিশ্বের বিভিন্ন দিক থেকে আমার স্ত্রী সবচেয়ে সেরা, বিশেষত ফ্যাশন বিষয়ে। সে সাধারণত আমাকে বলে, এটি পরো না এবং এটি পরো, আমি সেটাই অনুসরণ করি। আমি এটা বোঝার মতো স্মার্ট যে যখন কেউ আমার কোনো বিষয়ে আমার চেয়ে ভালো জানে, তবে তার পরামর্শ মানা উচিৎ।’
অন্যদিকে, স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত জানিয়েছে, নিজেদের দাম্পত্যের ইতি টানার সিদ্ধান্ত গার্দিওলা ও ক্রিস্টিনা নিয়েছেন গত ডিসেম্বরে। তাদের নিজস্ব বলয়ের অল্প কিছু মানুষই শুধু এই বিচ্ছেদ সম্পর্ক জানতেন। তবে এই দুজন খবরটি বাইরে প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন বিশ্বস্ত বন্ধু ও পরিবারের সদস্যদেরকে।
এএইচএস