বিশ্বকাপের পর অলিম্পিকে চোখ রোমান সানাদের

তার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকা এয়ারপোর্টে প্রথম দফায় নামতে পারেনি। কয়েকবার চক্কর কেটে দ্বিতীয় দফায় ঢাকার মাটি স্পর্শ করেছে বিশ্বকাপের ফাইনাল খেলে ইতিহাস গড়া আরচ্যারদের বহনকারী বিমান। সুইজারল্যান্ড বিশ্বকাপ থেকে রৌপ্য পদক পাওয়া রোমান ও দিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
এই বিশ্বকাপে চমক দেখানো দিয়া সিদ্দিকী বলেন, ‘আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। দিয়ার সতীর্থ রোমানের বক্তব্য, সুইজারল্যান্ডে বাতাস কিছুটা অন্য রকম ছিল। আস্থা রাখার জন্য ধন্যবাদ সবাইকে। টোকিওতে নিজের সেরাটা দিতে প্রস্তুত হচ্ছি।’ জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, ‘সামগ্রিকভাবে বাংলাদেশ দল ভালো করেছে বলেই মনে হয়েছে।’
তবে সামনের মাসে প্যারিস বিশ্বকাপ ও অলিম্পিক কোটা প্লেসের আসর লক্ষ্য রেখে প্রস্তুতিতে কিছু পরিবর্তন আনতে চান তিনি। ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল বলেন, ‘আমাদের লক্ষ্যটা বড় হলো আরও এই অর্জনে। ফ্রান্সের আসরে ভিসার আবেদন করা হবে শিগগিরই। সুযোগ মিললে আরচ্যারদের বহর বাড়তে পারে।’
বিমানবন্দরে কিছু সময় কাটিয়ে রোমানরা চলে গেছেন টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার আরচ্যারি স্টেডিয়ামে। বিদেশ থেকে ফিরে বিশেষ অনুমতিপত্র নিয়ে টঙ্গীর স্টেডিয়ামে কোয়ারেন্টাইনে থাকবেন রোমানরা। কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর শুরু হবে প্যারিস মিশন।
এজেড/এমএইচ